Advertisement
২০ এপ্রিল ২০২৪

সাড়ে তিন ঘণ্টা! পরিশ্রমী প্রেসিডেন্টকে কুর্নিশ

চিনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসের আজ সূচনাটাই হলো প্রায় রেকর্ড গড়ে।

বক্তৃতা দিচ্ছেন শি চিনফিং। ছবি: রয়টার্স।

বক্তৃতা দিচ্ছেন শি চিনফিং। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ০৩:১১
Share: Save:

খয়েরি রঙা কাঠের ডেস্কটার ঠিক পিছনে ঠায় দাঁড়িয়ে তিনি। হাত দু’টো ডেস্কের উপরে রাখা। সামনে তাক করা পাঁচ-পাঁচটা মাইক। দশ-বিশ মিনিট নয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বলে গেলেন তিনি। শি চিনফিং অবশ্য থেমেছেন মাঝে-মধ্যে। পাশে রাখা সাদা সেরামিক মগটায় একটু করে চুমুক দেওয়ার জন্য। বক্তৃতা শেষে মঞ্চের সামনে এসে দর্শকদের জন্য যখন ঝুঁকলেন, মধ্য বেজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ তখন হাততালিতে ফেটে পড়েছে।

চিনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসের আজ সূচনাটাই হলো প্রায় রেকর্ড গড়ে। প্রেসিডেন্ট শি চিংফিংয়ের পাক্কা তিন ঘণ্টা তেইশ মিনিটের ম্যারাথন বক্তৃতা নিয়েই এখন গোটা বিশ্বের সংবাদমাধ্যম তোলপাড়।

আরও পড়ুন: দেওয়ালির আগে পাক হামলা, উদ্বেগ

পার্টি কংগ্রেস উপলক্ষে বেজিংয়ে এখন আঁটোসাঁটো নিরাপত্তা। ‘গ্রেট হল অব পিপল’-এর আশপাশের বার, রেস্তোরাঁ, জিম, সিনেমা হল—সবেতেই তালা পড়েছে। গোটা দেশের বিভিন্ন প্রদেশ থেকে পার্টির প্রায় ২৩০০ প্রতিনিধি আজ উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের বক্তৃতা শুনতে। তাঁদেরই কেউ কেউ নোট নিয়েছেন, সরকারের কোনও অফিসার আবার তখন ব্যস্ত ছিলেন দেশের একমাত্র সোশ্যাল সাইট ‘উইবো’-তে প্রেসিডেন্টের বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরতে। মঞ্চে তখন বসে প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াং জেমিন। ৯১ বছরের জেমিনের হাতে ধরা আতস কাচ। বক্তৃতার অংশ খুঁটিয়ে পড়ছেন তিনিও। তবে অত দীর্ঘ বক্তৃতার ফাঁকে ফাঁকে
ধৈর্য হারিয়েছেন জেমিনও। স্যুটের হাতা তুলে মাঝে-মধ্যে ঘড়িও দেখেছেন তিনি।

বক্তৃতা শেষে হোটেলে যাওয়ার বাস ধরার সময়ে এক পার্টি প্রতিনিধি বললেন, ‘‘বক্তৃতা এক কথায় অসাধারণ। প্রেসিডেন্টের নতুন যুগের ভাবনাই তো সেরা চমক।’’ সোশ্যাল সাইটেও শি-র প্রশংসা করে উপচে পড়েছে নানা মন্তব্য। কেউ লিখেছেন, ‘‘সাড়ে তিন ঘণ্টা! কতটা পরিশ্রম লেগেছে।’’ কারও বক্তব্য, ‘‘আমার তো মনে হয়, শি-র ভাবনা পার্টি সংবিধানে যুক্ত করা হোক।’’ দুপুরের মধ্যেই সোশ্যাল সাইট ভরে গিয়েছে ‘নাইনটিন্থ পার্টি কংগ্রেস’ হ্যাশট্যাগে। শি-র বক্তৃতার অংশ, রাজনৈতিক নেতাদের ছবি দেখতে আর শেয়ার করতে হুড়মুড়িয়ে সাইটে ঢুকেছেন চিনের সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE