Advertisement
১৮ এপ্রিল ২০২৪
মোহনবাগানেই সোনি নর্ডি

আইএসএলে খেলতে চান বলবন্ত

আগে থেকেই ঠিক ছিল তবে বুধবারই সরকারি ভাবে সোনি নর্ডির নাম ঘোষণা করল মোহনবাগান। বিশ্বকাপ চলাকালীন সোনি নর্ডির সঙ্গে বাংলাদেশে গিয়ে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছিলেন মোহনবাগানের অন্যতম দুই কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। তখন অবশ্য চুক্তিপত্রে সই করেননি হাইতির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বাগান তাঁবুতে বলবন্ত সিংহ। ছবি: শঙ্কর নাগ দাস

বাগান তাঁবুতে বলবন্ত সিংহ। ছবি: শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ০৩:০৮
Share: Save:

আগে থেকেই ঠিক ছিল তবে বুধবারই সরকারি ভাবে সোনি নর্ডির নাম ঘোষণা করল মোহনবাগান। বিশ্বকাপ চলাকালীন সোনি নর্ডির সঙ্গে বাংলাদেশে গিয়ে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছিলেন মোহনবাগানের অন্যতম দুই কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। তখন অবশ্য চুক্তিপত্রে সই করেননি হাইতির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মোহনবাগানের চার বিদেশির মধ্যে জাপানের মিডিও কাতসুমি গত মরসুম থেকেই রয়েছেন। নাইজিরিয়ান স্টপার ফাতাই আদিসা এবং বাগানের আইকন ফুটবলার ক্যামেরুনের বোয়ের পর চতুর্থ বিদেশি হিসেবে নিযুক্ত করা হল বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে খেলা সোনি নর্ডিকে। এখন হাইতিতে রয়েছেন সোনি। ভিসা পেলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে এসে মোহনবাগানে যোগ দেওয়ার কথা তাঁর।

এ দিকে এ দিন বিকেলে শহরে পৌঁছেই মোহনবাগান তাঁবুতে হাজির হন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার বলবন্ত সিংহ। বাগানের অধুনা নিয়ম মেনে অবশ্য প্রথম দিন থেকেই মুখে কুলুপ পঞ্জাবি স্ট্রাইকারের। তবে ক্লাব ছাড়ার আগে আইএসএলে খেলার ইচ্ছে গোপন করতে পারলেন না তিনি। বললেন, “আইএসএলে খেলার ব্যাপারে মোহনবাগান ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলব।” গত মরসুমে আই লিগে যাঁর ১০ গোল রয়েছে, চার্চিল ব্রাদার্সকে ফেড কাপ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে যিনি বড় ভূমিকা পালন করেছিলেন, সেই বলবন্তের নাম আইএসএলের তালিকায় কেন নেই? এই প্রশ্নের উত্তর দেওয়ার লোক অবশ্য নেই। মোট ৮৪ জন ভারতীয় ফুটবলার বাছাই পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও পাঁচ জন করে ভারতীয় ফুটবলার নিতে পারবে। স্বভাবতই, বলবন্তের এখনও আইএসএলে খেলার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার থেকেই বাগানে অনুশীলনে নামার কথা তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

balwant singh isl soni nordi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE