Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আজ রাজ্য ভারোত্তোলনে কোচবিহারের চার

ছোটবেলা থেকেই টিভির পর্দায় ভারত্তোলনের ইভেন্টগুলি টানতো তাঁকে। একটু বড় হতেই নিজেই দিনহাটায় গিয়ে ভর্তি হন ব্যায়াম বিদ্যালয়ে। তারপর যত সময় গেছে পাওয়ার লিফটিং এ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিপুরদুয়ারের যুবক অমিত সরকার। এবারে হাওড়ায় রাজ্য প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:২৯
Share: Save:

ছোটবেলা থেকেই টিভির পর্দায় ভারত্তোলনের ইভেন্টগুলি টানতো তাঁকে। একটু বড় হতেই নিজেই দিনহাটায় গিয়ে ভর্তি হন ব্যায়াম বিদ্যালয়ে। তারপর যত সময় গেছে পাওয়ার লিফটিং এ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিপুরদুয়ারের যুবক অমিত সরকার। এবারে হাওড়ায় রাজ্য প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন তিনি।

আজ শুক্রবার থেকে হাওড়ার মৌরিগ্রামে ভারত্তোলনের রাজ্য প্রতিযোগিতার আসর বসছে। একা অমিত নন, দিনহাটার ব্যায়াম বিদ্যালয় থেকে আরও তিন প্রতিযোগী অংশ নিচ্ছেন এখানে।২১ ডিসেম্বর পর্যন্ত ওই প্রতিযোগিতা চলবে। কোচবিহার পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব বিভুরঞ্জন সাহা বলেন, “জেলার প্রতিনিধিত্ব করতে ওই চার জন রাজ্য প্রতিযোগিতায় যাচ্ছে। আমিও যাব ওঁদের সঙ্গে। চারজনই ওই প্রতিযোগিতায় জেলার মুখ উজ্জ্বল করবেন বলে আশা।” তিনি জানান, ওই প্রতিযোগিতায় যারা ভাল ফল করবে তাঁরা জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিতে পারবে।

পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, অমিত বাদে ওই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তীর্থংকর মন্ডল, সৌরভ রায় এবং দেবদুলাল পোদ্দার। তাঁদের তিনজনের বাড়িই দিনহাটায়। অমিত ১১০ কেজি বিভাগে অংশ নেবেন। এর আগে রাজ্য ও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অমিত। তিনি জানান, ২০১১ সালে জাতীয় প্রতিযোগিতা থেকে প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছিলেন। এবারেও রাজ্য পর্যায়েও ভাল ফল করবেন বলে তাঁর আশা। তিনি বলেন,“ছোট বেলায় টেলিভিশনে পাওয়ার লিফটিং খুব ভাল লাগত আমার। এখন নিজে অংশ নিতে পারছি এটাই আনন্দের। আমি সবসময় ভাল ফল করতে চেষ্টা করি। এবারেও তাঁর অন্যথা হবে না।” অমিত বাদে বাকি তিনজন অবশ্য উত্তরবঙ্গের বাইরে কখনও কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। শিলিগুড়িতে একটি রাজ্য পর্যায়ের খেলায় অংশ নিয়েছিলেন তীর্থ, সৌরভ ও দেবদুলাল। এবারে হাওড়ার খেলতে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনজন। তীর্থ ৮৩ কেজি বিভাগে, সৌরভ ৬৬ কেজি বিভাগে এবং দেবদুলাল ৫৯ কেজি বিভাগে অংশ নেবেন। তীর্থবাবু প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। তারই পাশাপাশি চলে পাওয়ার লিফটিং।

দিনহাটা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ তিন বছর ধরে ব্যায়াম বিদ্যালয়ে পাওয়ার লিফটিং অনুশীলন করছেন। তাঁর দাদাও ভারত্তোলনে রাজ্য পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন, জেলা পর্যায়ে অংশ নিয়েছি। বড় জায়গায় খেলার স্বপ্ন ছিল। এবার তা পূরণ হতে চলেছে। ছোটবেলায় বাড়িতেই অনুশীলন করতাম। পরে ব্যায়াম বিদ্যালয়ে ভর্তি হই রাজ্য প্রতিযোগিতায় ভাল ফল করব বলে আশা করছি।” দিনহাটা কলেজেরই প্রথম বর্ষের ছাত্র দেবদুলাল দুই বছর ধরে ব্যায়াম বিদ্যালয়ে ভর্তি হয়ে পাওয়ার লিফটিং অনুশীলন করছেন। দেবদুলাল বলেন, “এই প্রথম রাজ্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। খুব উত্তেজনা হচ্ছে। ব্যায়াম বিদ্যালয়ের কর্তা বিভুরঞ্জনবাবু বলেন, “ভাবতে ভাল লাগছে আমার বিদ্যালয়ের ছাত্ররা রাজ্য প্রতিযোগিতায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। চার জনই রাজ্য প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

weight lifting state championship cooch behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE