Advertisement
২০ এপ্রিল ২০২৪

দেশের জার্সিতে ট্রফি জিতবেনই মেসি, দাবি সতীর্থর

কোপা ফাইনাল শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মেসির বিরুদ্ধে তোপ। আর্জেন্তিনা বনাম চিলি ম্যাচের পরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রোনাল্ডো সমর্থকদের কটাক্ষ, ‘‘মেসি আর ব্যালন ডি’অর জিততে পারল না।’’ এই সুযোগে আবার অনেক আর্জেন্তিনীয় সমর্থকই পোস্ট করেন, ‘‘কবে দেখব তোমায় নীল-সাদা রং পরে ট্রফি জিততে।’’

ম্যাচ শেষে হতাশ মেসি। ছবি: এএফপি।

ম্যাচ শেষে হতাশ মেসি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১৮:৪০
Share: Save:

কোপা ফাইনাল শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মেসির বিরুদ্ধে তোপ। আর্জেন্তিনা বনাম চিলি ম্যাচের পরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রোনাল্ডো সমর্থকদের কটাক্ষ, ‘‘মেসি আর ব্যালন ডি’অর জিততে পারল না।’’ এই সুযোগে আবার অনেক আর্জেন্তিনীয় সমর্থকই পোস্ট করেন, ‘‘কবে দেখব তোমায় নীল-সাদা রং পরে ট্রফি জিততে।’’

৯৯ বছরের অভিশাপ শেষ করে প্রথমেই যেমন আর্তুরো ভিদাল লেখেন, ‘‘দারুণ লাগছে। চিলি চ্যাম্পিয়ন।’’ হারার পরে প্রশ্ন উঠে গেল আর্জেন্তিনা কোচ জেরার্দো মার্টিনোর ভবিষ্যত্ নিয়ে। দলের সঙ্গে আদৌ তিনি থাকবেন কি না সেই ব্যাপারে এখনও ধোঁয়াশা। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, চিলিতে আগাম উত্সব শুরু। সান্তিয়াগোর রাস্তায় রাস্তায় গান করছেন সমর্থকেরা। সাঞ্চেজ-ভিদালের প্ল্যাকার্ড নিয়ে ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছেন, ‘‘ভামোস চিলি।’’

চিলির জয়কে ‘অঘটন’ বলা হলেও দলের কোচ জর্জ সামপাওলি নাকি অবাক নন। ‘‘আমরা খুব ভাল ম্যাচ খেলেছি। সাঞ্চেজের পেনাল্টিটা জালে গিয়ে জড়ানোর পরে যা আনন্দ পেয়েছি কেরিয়ারে এমন অনুভূতি আগে কখনও হয়নি,’’ বলেন সামপাওলি।

এক বছরের মধ্যে দ্বিতীয় বড় ফাইনাল হারের পর এখন থেকেই আশঙ্কা শুরু হয়ে গেল আর্জেন্তিনা সমর্থকদের। দেশের জার্সিতে মেসি আদৌ কোনও দিন কিছু জিততে পারবেন কি— ভাবছেন তাঁরা। সতীর্থ এজেকিয়েল লাভেজ্জি কিন্তু সমর্থকদের আশ্বস্ত করলেন, ঠিক কোনও না কোনও সময় আর্জেন্তিনার হয়েও ট্রফি জিতবে মেসি। ‘‘আমি নিশ্চিত মেসি আর্জেন্তিনার হয়ে ট্রফি জিতবেই।’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘জেতার জন্য আমাদের কাছে সুযোগ ছিল। দুর্ভাগ্যজনক ভাবে তা পারলাম না। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও কিছু একটা হয়তো অভাব থাকছে দলে। যে কারণে জিততে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE