Advertisement
২৫ এপ্রিল ২০২৪
বাচেন্দ্রি পাচ্ছেন ভারত গৌরব

ইস্টবেঙ্গলে থেকে গেলেন শাসকরাই

এভারেস্ট জয়ী প্রথম অসামরিক মহিলা পর্বতারোহী বাচেন্দ্রি পালকে এ বছর ভারত-গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুক্রবারের অনুষ্ঠানে বাচেন্দ্রির হাতে তুলে দেওয়া হবে ট্রফি ছাড়াও দু’লাখ টাকা। প্রতিষ্ঠা দিবসের জন্য লাল-হলুদ আলোয় বুধবার থেকেই সেজেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু।

লাল-হলুদ সম্মান: বাচেন্দ্রি পাল, অমল দত্ত ও পরিমল দে।

লাল-হলুদ সম্মান: বাচেন্দ্রি পাল, অমল দত্ত ও পরিমল দে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০৩:১৫
Share: Save:

এভারেস্ট জয়ী প্রথম অসামরিক মহিলা পর্বতারোহী বাচেন্দ্রি পালকে এ বছর ভারত-গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুক্রবারের অনুষ্ঠানে বাচেন্দ্রির হাতে তুলে দেওয়া হবে ট্রফি ছাড়াও দু’লাখ টাকা। প্রতিষ্ঠা দিবসের জন্য লাল-হলুদ আলোয় বুধবার থেকেই সেজেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু।

গত কয়েক বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানে এ বছরের চমক হল পুরস্কারের ট্রফিগুলোর নামকরণ। লাইফটাইম অ্যাচিভমেন্ট বা জীবনকৃতি সম্মান পাচ্ছেন অমল দত্ত এবং পরিমল দে। অমলবাবুকে দেওয়া হচ্ছে ক্লাবের প্রথম অধিনায়ক ডাঃ রমেশচন্দ্র সেনের নামাঙ্কিত ট্রফি এবং এক লাখ টাকা। পরিমলবাবুকে দেওয়া হবে ব্যোমকেশ বসু মেমোরিয়াল ট্রফি এবং এক লাখ টাকা। বর্ষসেরা ফুটবলার অর্ণব মণ্ডলকে দেওয়া হবে প্রথম ক্লাব সচিব বনোয়ারিলাল রায়ের নামাঙ্কিত ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা। দুই রেফারি কালিদাস মুখোপাধ্যায় ও গোপীনাথ পাইন-ও পাচ্ছেন ট্রফি। সাংবাদিক জি সি দাস ও আলোকচিত্রী নিখিল ভট্টাচার্য আর্থিক পুরস্কার ও ট্রফি পাচ্ছেন। গত মরসুমে চারটে ট্রফিজয়ী ইস্টবেঙ্গলের ক্রিকেট টিমকে দেওয়া হবে সংবর্ধনা। ক্লাব সচিব কল্যাণ মজুমদার বললেন, “সকাল থেকে রাত, নানা অনুষ্ঠান হবে। আমরা চাই এটা একটা উৎসব হয়ে উঠুক। মূল অনুষ্ঠানের পর গান গাইবেন রূপঙ্কর।”

এ দিনই কল্যাণবাবু ফের তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইস্টবেঙ্গল সচিব নির্বাচিত হলেন। সচিবের সঙ্গেই থেকে গেল পুরো শাসক গোষ্ঠীও। ফলে নির্বাচনও হল না। নির্বাচনে বিরোধী গোষ্ঠীর কেউ মনোনয়নপত্র জমা দেননি, এরকম ঘটনা ইস্টবেঙ্গলে কখনও হয়নি। সরকারিভাবে নির্বাচিতের যে তালিকা প্রকাশিত হল তাতে সহ-সচিব পদে শান্তিরঞ্জন দাশগুপ্ত, ফুটবল সচিব পদে সন্তোষ ভট্টাচার্য, মাঠ সচিব পদে দীপঙ্কর চক্রবর্তীরা থেকে গেলেন আগের মতোই। কর্মসমিতিতে থেকে গেলেন দেবব্রত সরকার, ঋত্বিক দাস, মণীশ বন্দ্যোপাধ্যায়রা। তালিকায় নতুন মুখও আছেন কয়েক জন। কল্যাণবাবু বললেন, “নতুন কমিটির প্রথম কাজ ইস্টবেঙ্গল মাঠে ফ্লাড লাইট বসানো।”

নির্বাচন নিয়ে সমস্যা না থাকলেও ক্লাবের এ মরসুমের বিদেশি ফুটবলাররা কবে আসবেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিশ্বকাপার লিও বার্তোসের ভিসা সমস্যা মিটতে আরও অন্তত দু’সপ্তাহ সময় লাগবে বলে জানান ক্লাব সচিব। ব্রাজিলিয়ান সিজারো মার্কোস দ্য সিলভার ভিসা নিয়েও সমস্যা রয়েছে। কল্যাণবাবু বললেন, “ভেবেছিলাম অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বিদেশিরা এসে যাবে। এখন মনে হচ্ছে সেই সম্ভাবনা নেই। ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মহমেডানের বিরুদ্ধে। দেরিতে সই করায় অধিনায়ক হরমনজিৎ খাবরা ওই ম্যাচে খেলতে পারছেন না। তিনি অবশ্য এ দিন অনুশীলন শেষে বলে গেলেন, “র্যান্টি মার্টিন্স এবং যে টিম আছে তারা জেতার ক্ষমতা রাখে।” র্যান্টি আবার সমালোচনা করে গেলেন ফেডারেশনের। ফেড কাপ এবং আই লিগ পিছিয়ে দেওয়ার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

east bengal bharat samman award bachendri pal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE