Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জকোভিচকে উড়িয়ে ফাইনালে গৃহযুদ্ধে ফেডেরার

লাল মাটির সঙ্গে তাঁর বিশেষ সখ্য কোনও দিনই নেই। তবু সেই ক্লে-কোর্টেই প্রায় একপেশে সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে গুঁড়িয়ে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে রজার ফেডেরার। চলতি মরসুমে দু’জনের তিন বারের সাক্ষাতে দুবাইয়ের পর এটা ফেডেরারের দ্বিতীয় জয়। এখন মন্টে কার্লোর ট্রফি আর ফেডেরারের মাঝে শুধু তাঁরই ডেভিস কাপ টিমমেট, বিশ্বের তিন নম্বর স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। যিনি শনিবারের প্রথম সেমিফাইনালে গতকালের রাফায়েল নাদাল বধের নায়ক ডেভিড ফেরারকে হারালেন ৬-১, ৭-৬ (৭-৩)।

নোভাককে হারিয়ে ফিরে এল রজারের রাজকীয় মেজাজ।

নোভাককে হারিয়ে ফিরে এল রজারের রাজকীয় মেজাজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৪ ০৩:৫১
Share: Save:

লাল মাটির সঙ্গে তাঁর বিশেষ সখ্য কোনও দিনই নেই। তবু সেই ক্লে-কোর্টেই প্রায় একপেশে সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে গুঁড়িয়ে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে রজার ফেডেরার। চলতি মরসুমে দু’জনের তিন বারের সাক্ষাতে দুবাইয়ের পর এটা ফেডেরারের দ্বিতীয় জয়। এখন মন্টে কার্লোর ট্রফি আর ফেডেরারের মাঝে শুধু তাঁরই ডেভিস কাপ টিমমেট, বিশ্বের তিন নম্বর স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। যিনি শনিবারের প্রথম সেমিফাইনালে গতকালের রাফায়েল নাদাল বধের নায়ক ডেভিড ফেরারকে হারালেন ৬-১, ৭-৬ (৭-৩)।

তবে টেনিস বিশ্বের সমস্ত আগ্রহ ছিল দিনের দ্বিতীয় সেমিফাইনালে দুরন্ত ফর্মের ফেডেরার বনাম কব্জির চোট থাকা জকোভিচ ঘিরেই। ম্যাচের আগে হেড টু হেড-এ ফেডেরার এগিয়ে ছিলেন ১৭-১৬। লাল মাটিতে হিসাবটা ছিল ৩-৩। শনিবারের ৭-৫, ৬-২ জয়ের পর অপছন্দের ক্লে সারফেসেও জকোভিচকে পিছনে ফেলে দিলেন ফেডেরার। গোটা ম্যাচে অসাধারণ সার্ভ করলেন। চোদ্দো বার নেটে উঠে তেরো বারই পয়েন্ট ছিনিয়ে নিলেন। তবে সবচেয়ে বিস্ময়কর যেটা, লম্বা র্যালিতেও প্রায় প্রতিবার ফেডেরারকে পয়েন্ট দিয়ে গেলেন ডান হাতে মোটা ব্যান্ডেজ বেঁধে নামা জকোভিচ। বিশ্বের দু’নম্বর প্রথম সেটে একটা সময় ৫-৪ এগিয়ে থেকেও ৫-৭ হারলেন এবং দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারলেন না ফেডেরারের বিরামহীন আগ্রাসনের সামনে।


নোভাক জকোভিচ।

এই নিয়ে চলতি মরসুমে দ্বিতীয় মাস্টার্সের ফাইনালে ফেডেরার। অন্য দিকে, অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কাও এ বছর দারুণ ফর্মে। ক্লে কোর্ট বিশেষজ্ঞ ফেরারকে হারিয়ে লাল মাটিতেও দারুণ স্বচ্ছন্দ এই মুহূর্তে। অলিম্পিক সোনাজয়ী ডাবলস পার্টনাররা ফাইনালে সম্মুখ সমরে নেমে কী করেন, দেখার অপেক্ষায় দুনিয়া। ফেডেরারের সামনে মন্টে কার্লোয় নিজের প্রথম খেতাব জয়ের হাতছানি। সঙ্গে সুইস এক নম্বরের হারানো আসন ফিরে পাওয়ার সুযোগ। যে আসনটা কিছুদিন আগেই তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছিলেন ওয়ারিঙ্কা। বিশ্বের তিন বনাম চার, দুই সুইসের লড়াই কতদূর জমে, সেটাই দেখার।

ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

djokovick federar monte carlo masters
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE