Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জার্মান ক্লাবের বিরুদ্ধে বড় জয় ভারতের ছোটদের

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৬-তে থাকা দেশের জুনিয়র ফুটবলাররা বিশ্বচ্যাম্পিয়ন দেশে গিয়ে দাপিয়ে বেড়াবে, এটাও কি সম্ভব? ফুটবলে অসম্ভব বলে যে কিছুই নেই, সেটাই করে দেখিয়েছে অনূর্ধ্ব-১৫ ভারতীয় দল। পরপর দু’ম্যাচে জার্মানির ক্লাব টিমকে হারিয়ে। শনিবার তারা ৫-২ হারায় বিশ্বকাপজয়ী দেশের টিম জেএফজি মাংফলতলের অনূর্ধ্ব-১৯ দলকে। নিজেদের থেকে বয়স আর শরীরে অনেকটাই বড় ফুটবলারদের একরকম কোণঠাসা করে দিয়েছিল অনূর্ধ্ব-১৫ ভারতীয় ফুটবলাররা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০৩:২০
Share: Save:

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৬-তে থাকা দেশের জুনিয়র ফুটবলাররা বিশ্বচ্যাম্পিয়ন দেশে গিয়ে দাপিয়ে বেড়াবে, এটাও কি সম্ভব?

ফুটবলে অসম্ভব বলে যে কিছুই নেই, সেটাই করে দেখিয়েছে অনূর্ধ্ব-১৫ ভারতীয় দল। পরপর দু’ম্যাচে জার্মানির ক্লাব টিমকে হারিয়ে। শনিবার তারা ৫-২ হারায় বিশ্বকাপজয়ী দেশের টিম জেএফজি মাংফলতলের অনূর্ধ্ব-১৯ দলকে। নিজেদের থেকে বয়স আর শরীরে অনেকটাই বড় ফুটবলারদের একরকম কোণঠাসা করে দিয়েছিল অনূর্ধ্ব-১৫ ভারতীয় ফুটবলাররা।

এ দিন প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ২-২। তবে দ্বিতীয়ার্ধে ভারতীয়দের আক্রমণের ঝড়ে জার্মানির টিমের রক্ষণ খড়কুটোর মতোই কার্যত উড়ে যায়। জার্মান কোচ নিকোলাই অ্যাডামের স্ট্র্যাটেজিতেই বাজিমাত করে ভারতের জুনিয়ররা।

চলতি জার্মানি সফরে এর আগের ভারতীয়রা ২-১ হারিয়েছিল ডিএফআই ব্যাড আইব্লিংকে। উল্লেখ্য, দেশের মাঠে ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এআইএফএফ এক মাসের জন্য জার্মানিতে পাঠিয়েছে এই দলকে।

শেষ চারে সৌম্যজিৎ, অঙ্কিতা: সারা ভারত আন্তঃ প্রতিষ্ঠান টেবল টেনিসের সেমিফাইনালে সৌম্যজিৎ ঘোষ। শেষ আটে তিনি ৪-১ হারান সুধাংশু গ্রোভারকে। মেয়েদের শেষ চারে উঠলেন অঙ্কিতা দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE