Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টানা চার ম্যাচ জিতে মুম্বই চারে

অমিত মিশ্রর গুগলিতে রোহিত শর্মা বোল্ড হতেই মাথায় হাত তাঁর বান্ধবীর। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদেরও। ৪৬ রানে অধিনায়কের ফেরাটা না কাল হয়ে দাঁড়ায়। তখনও দিল্লি ডেয়ারডেভিলসকে হারাতে ২৮ বলে ৫৩ রান করতে হবে মুম্বইকে টানা চার নম্বর জয়টা তুলে নিতে।

গুরু প্রণাম করে মাঠে নেমে রান পেলেও দলকে জেতাতে পারলেন না যুবরাজ।

গুরু প্রণাম করে মাঠে নেমে রান পেলেও দলকে জেতাতে পারলেন না যুবরাজ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:২০
Share: Save:

অমিত মিশ্রর গুগলিতে রোহিত শর্মা বোল্ড হতেই মাথায় হাত তাঁর বান্ধবীর। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদেরও। ৪৬ রানে অধিনায়কের ফেরাটা না কাল হয়ে দাঁড়ায়। তখনও দিল্লি ডেয়ারডেভিলসকে হারাতে ২৮ বলে ৫৩ রান করতে হবে মুম্বইকে টানা চার নম্বর জয়টা তুলে নিতে। এর দু’বল পরেই অমিতকে ছক্কা হাঁকিয়ে সমর্থকদের যেন আশ্বস্ত করলেন কায়রন পোলার্ড। শেষ পর্যন্ত দিল্লির ১৫৩ রানের টার্গেট তিন বল বাকি থাকতেই পৌঁছে যায় মুম্বই। অম্বাতি রায়ডু ৪০ বলে ৪৯ রানে ও পোলার্ড ১৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবলেও চারে উঠে এল মুম্বই। দিল্লির হয়ে সর্বোচ্চ রান যুবরাজ সিংহের (৪৪ বলে ৫৭)। চার ওভারে ১১ রানে দু’ উইকেট নিয়ে ম্যাচের সেরা হরভজন সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE