Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তুরস্কের পথে ইপিএলের দুই তারকা

আর্সেনালের লুকাস পোডলস্কিকে সই করিয়ে ফেলেছে গালাতাসারে। অন্য দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রবিন ফান পার্সির এজেন্ট নাকি কথা বলছেন ফেনারবাখের সঙ্গে। শনিবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইপিএলের দুই বড় নাম ইংল্যান্ড ছেড়ে তুরস্কের পথে।

ফান পার্সি-লুকাস পোডলস্কি। যেতে পারেন ফেনারবাখ ও গালাতাসারেতে।

ফান পার্সি-লুকাস পোডলস্কি। যেতে পারেন ফেনারবাখ ও গালাতাসারেতে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০২:৪৯
Share: Save:

আর্সেনালের লুকাস পোডলস্কিকে সই করিয়ে ফেলেছে গালাতাসারে। অন্য দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রবিন ফান পার্সির এজেন্ট নাকি কথা বলছেন ফেনারবাখের সঙ্গে। শনিবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইপিএলের দুই বড় নাম ইংল্যান্ড ছেড়ে তুরস্কের পথে।

তিরিশ বছরের জার্মান ফুটবলার পোডলস্কি ২০১২-এ আর্সেনালে সই করেছিলেন। তাঁকে প্রায় দু’মিলিয়ন পাউন্ডের চুক্তিতে তিন বছরের জন্য তুলে নিল গালাতাসারে। আর্সেনালের জার্সিতে ৮২ ম্যাচে ৩১ গোল আছে তাঁর। তবে গত মরসুমের শেষ দিকটা তিনি লোনে ইন্টার মিলানে খেলেন। কিন্তু টিমের ফরোয়ার্ড লাইনে মেসুট ওজিল, অ্যালেক্সিস সাঞ্চেজ, ড্যানি ওয়েলবেকদের সই করান আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। যাতে প্রথম এগারোয় পোডলস্কি অনিশ্চিত হয়ে পড়েছিলেন। গালাতাসারে ক্লাব প্রেসিডেন্ট দর্সন আয়দিন ওজবেক এ দিন বলেছেন, ‘‘দীর্ঘ দিন ধরে আমরা পোডলস্কির উপর নজর রেখেছিলাম। ক্লাব-সমর্থকদেরও প্রত্যাশা ছিল, ওর মতো বড় মাপের তারকাকে পাওয়ার। আশা করছি অনেক দিন আমাদের ক্লাবের কাজে আসবে পোডলস্কি।’’

জার্মান তারকার তুরস্কের ক্লাবে সই করাটা সরকারি ভাবে হয়ে গেলেও ইপিএলের ডাচ তারকা ফান পার্সির তুরস্ক-যাত্রা ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। ব্রিটিশ সংবাদপত্রের খবর, ফান পার্সির এজেন্ট কিস ভস গত দু’দিন ইস্তানবুলে রয়েছেন। সেখানকার অন্যতম বড় ক্লাব ফেনারবাখের সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। যা খবর, তাতে নতুন ক্লাবে চার বছরের চুক্তি সই করতে পারেন ৩১ বছরের ফান পার্সি। তবে চুক্তির অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE