Advertisement
১৬ এপ্রিল ২০২৪
বিশ্বকাপের আগে রোহিতকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ভারত

পাহাড়ে নকল যুদ্ধের পরে আজ একাত্মতা বাড়াতে সোয়ান নদীতে

টেস্ট সিরিজে ০-২ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি সিরিজেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নদের কাপ ধরে রাখার প্রস্তুতি শুরু হয়েছে জোড়া হারের ধাক্কা দিয়ে। তার উপর টিমের এক নম্বর অলরাউন্ডারের চোট সারছে না। এক মাসের উপর মাঠের বাইরে সবচেয়ে অভিজ্ঞ পেসার। ফর্মে থাকা ওপেনার তিনিও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫ ০৪:২২
Share: Save:

টেস্ট সিরিজে ০-২ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি সিরিজেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নদের কাপ ধরে রাখার প্রস্তুতি শুরু হয়েছে জোড়া হারের ধাক্কা দিয়ে। তার উপর টিমের এক নম্বর অলরাউন্ডারের চোট সারছে না। এক মাসের উপর মাঠের বাইরে সবচেয়ে অভিজ্ঞ পেসার। ফর্মে থাকা ওপেনার তিনিও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন।

যত দিন যাচ্ছে, অস্ট্রেলীয় গ্রীষ্ম ততই প্রখর, ততই নির্দয় হয়ে উঠছে টিম ইন্ডিয়ার জন্য। আর এই অবস্থায় টিমকে নতুন প্রাণের সন্ধান দিচ্ছেন রবি শাস্ত্রী।

গত সপ্তাহে টিমের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই ‘মিশন বিশ্বকাপ’ শুরু করে দিয়েছেন ভারতের টিম ডিরেক্টর। টিমকে পেপ টক দেওয়া, আহত দুই সৈন্য রবীন্দ্র জাডেজা আর ইশান্ত শর্মার সঙ্গে আলাদা ক্লাস, স্টুয়ার্ট বিনিকে নিয়ে পড়ে থাকা শাস্ত্রীর ‘টু ডু লিস্ট’ থেকে বাদ যায়নি কিছুই। এ দিন আবার নতুন ‘মিশন’ সূচনা করে দিলেন টিম ইন্ডিয়ার ‘বস্‌’। টিমে বেসরকারি ঘোষণা করে দিলেন, এ বার থেকে টিম যেখানে যাবে, এক সঙ্গে যাবে। চার-পাঁচ জন শপিং করতে গেলেন, কেউ কেউ হোটেলে থাকলেন এ সব আপাতত বন্ধ। শুধু তাই নয়, টিম ম্যানেজমেন্ট থেকে নাকি পরিষ্কার বলে দেওয়া হয়েছে, বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ক্রিকেটের বাইরে আর কোনও কিছু নিয়েই যেন মাথা না ঘামায় টিম। এখন থেকে শুধু একটাই ফোকাস টিমের ক্রিকেট।

হারের ধাক্কা ঝেড়ে ফেলে মহেন্দ্র সিংহ ধোনিদের নতুন করে চাঙ্গা করে তোলার ব্যবস্থাও করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার সিডনি থেকে পারথ পাঁচ ঘণ্টার বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার প্র্যাকটিস থেকে টিমকে ছুটি দেওয়া হয়েছে। যার বদলে ধোনি-কোহলিদের নিয়ে যাওয়া হচ্ছে সোয়ান নদীর উপর নৌবিহারে। দু’চার জন নয়, গোটা টিমকে যেখানে থাকতে বলে দেওয়া হয়েছে। বুধবার সারা দিন ধোনিদের একটাই কাজ বাইশ গজের হতাশা, ব্যর্থতা ভুলে রিল্যাক্স করা। করে পরের দিন থেকে পুরোদমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া।

যে যুদ্ধে টিমকে বাড়তি অক্সিজেন দিচ্ছে সোমবারের ভেস্তে যাওয়া ম্যাচ থেকে আসা মূল্যবান দুটো পয়েন্ট। যা অবস্থা, তাতে ৩০ জানুয়ারি ইংল্যান্ড ম্যাচটা ভারতের কাছে সেমিফাইনাল। যেটা জিতলেই ফাইনালে চলে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। সোমবার ম্যাচ যেটুকু হয়েছিল, তাতে টস হেরে ব্যাট করতে নেমে বেশ বেকায়দাতেই পড়ে গিয়েছিল ভারত। ১৬ ওভারে ৬৯-২ হয়ে গিয়েছিল। অস্ট্রেলীয় বোলারদের তখন যে রকম ভয়ঙ্কর দেখাচ্ছিল, তাতে ম্যাচটা যে ভারত জিতবেই, নিশ্চিত করে বলার বিশেষ জায়গা ছিল না। সোমবার হারলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই শুধু চলত না। জিততে হত বোনাস পয়েন্ট নিয়ে, নেট রান রেট ভাল রকম বাড়িয়ে রেখে। যা দেখেশুনে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ কেউ মনে করছেন, সোমবারের ম্যাচটা ভেস্তে গিয়ে ভালই হয়েছে টিমের। কারণ এখন আর বোনাস পয়েন্টের অঙ্ক থাকল না। ইংল্যান্ডের এখন পাঁচ পয়েন্ট। ভারতের দুই। শেষ ম্যাচটা জিততে পারলেই ছ’পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে ভারত।

তবে টিম ফাইনালে উঠুক বা না, ত্রিদেশীয় সিরিজে আর খেলবেন না রোহিত শর্মা। বিশ্বকাপ শুরুর আগে তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের স্কোয়াডে এমনিই পরিবর্ত ব্যাটসম্যান বেশি নেই। এই অবস্থায় টপ অর্ডারের অন্যতম ভরসাকে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ওঠার পুরো সময় দিতে চায় টিম। তবে সোমবারের ম্যাচে যাঁদের টিমে রাখা হয়েছিল, আহত সেই ইশান্ত আর জাডেজাকে পরের ম্যাচও খেলানো হবে বলে আপাতত ঠিক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india-australia series rohit sharma world cup 2015
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE