Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্র্যাডম্যানকে ছুঁলেন ইউনিস

হেলমেট আর ব্যাটটা যখন তুলে ধরলেন মুখ দেখে আবেগটা ঠিক বোঝা গেল না। টেস্টে এর আগেও ২৮ বার সেঞ্চুরির পর উৎসবে মাততে দেখেছে তাঁকে ক্রিকেটবিশ্ব। তবে বুধবারের বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিটা ছিল আলাদা। ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের রেকর্ড ছুঁলেন যে। তিনি— ইউনিস খান।

সংবাদ সংস্থা
মিরপুর শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৩:৪৯
Share: Save:

হেলমেট আর ব্যাটটা যখন তুলে ধরলেন মুখ দেখে আবেগটা ঠিক বোঝা গেল না। টেস্টে এর আগেও ২৮ বার সেঞ্চুরির পর উৎসবে মাততে দেখেছে তাঁকে ক্রিকেটবিশ্ব। তবে বুধবারের বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিটা ছিল আলাদা। ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের রেকর্ড ছুঁলেন যে। তিনি— ইউনিস খান।

টেস্টে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ব্র্যাডম্যানের এই নজির ছঁুলেন তিনি। ২৩ ওভারেই পাকিস্তান ৫৮-২ হয়ে যাওয়ার পর ধাক্কাটা সামলানোর দায়িত্বটা নিতে হয় ইউনিসকে। সেটা তো সামলালেনই। প্রথম দিনই জোড়া সেঞ্চুরিও এল। ইউনিস (১৪৮) আর আজহার আলির (১২৭ ব্যাটিং)। তৃতীয় উইকেটে দু’জনের মধ্যে পার্টনারশিপ হল ২৫০ রানের। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যা পাকিস্তানকে পৌঁছে দিল ৩২৩-৩।

দিনের শেষে ৩৭ বছরের পাকিস্তানি ব্যাটসম্যান নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সেঞ্চুরি উৎসর্গ করে বললেন, ‘‘ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করাটা সবসময়ই দারুণ ব্যাপার। আমি যে এখনও খেলে যাচ্ছি, রান করতে পারছি তাতেই খুব খুশি।’’ আবার কেরিয়ার শুরু করার সুযোগ পেলে কী করতেন? ‘‘ব্র্যাডম্যানের মতো গড়ে সেঞ্চুরি করার চেষ্টা করতাম। তাতে তৃপ্তিটা আরও বাড়ত,’’ বলে দেন ইউনিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE