Advertisement
২৫ এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কালিসের

‘বিশ্বকাপ খুব দূরের স্বপ্ন শ্রীলঙ্কাতেই বুঝে যাই’

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এ বার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জাক কালিস। তবে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার এ দিন জানিয়েছেন, আইপিএল এবং বিগ ব্যাশ লিগে খেলবেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০৩:১১
Share: Save:

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এ বার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জাক কালিস। তবে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার এ দিন জানিয়েছেন, আইপিএল এবং বিগ ব্যাশ লিগে খেলবেন তিনি।

গত বছরের শেষের দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের কেরিয়ারের উপর ফোকাস করার সিদ্ধান্ত নেন কালিস। তাঁর প্রধান লক্ষ্য ছিল ২০১৫ বিশ্বকাপে খেলা। দক্ষিণ আফ্রিকাও তাঁকে ঘিরে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফরের ওয়ান ডে সিরিজে খুব ভাল পারফর্ম করতে পারেননি কালিস। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে ওয়ান ডে-তে তাঁর স্কোর ০, ১ এবং ৪। যার জেরে সীমিত ওভারের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কালিস।

“শ্রীলঙ্কা সফরটায় আমি বুঝতে পারি যে, বিশ্বকাপে খেলার আমার স্বপ্নটা খুব দূরের একটা সেতু। ওই সফরটায় খুব ভাল করে বুঝে যাই যে, আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা সফরে আমাদের যে স্কোয়াড গিয়েছিল তাতে দারুণ কিছু প্লেয়ার আছে। আমি নিশ্চিত মার্চে ওদের বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে আসার বড় একটা সুযোগ আছে,” এ দিন একটি বিবৃতিতে বলেছেন কালিস। সঙ্গে যোগ করেছেন, “ক্রিকেট সাউথ আফ্রিকা, টিম, টিম স্পনসর, আমার স্পনসর, ভক্ত, আমার কেরিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আমার যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল।” আইপিএল আর বিগ ব্যাশ লিগ খেলা নিয়ে কালিস বলেছেন, “সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি না। সিডনি থান্ডারের সঙ্গে দু’বছরের চুক্তি আছে আমার। যদি সম্ভব হয়, তা হলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কাজ করতে চাই। আইপিএল ট্রফি ধরে রাখার লড়াইয়ে ওদের সঙ্গে থাকতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

retire kallis cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE