Advertisement
২৪ এপ্রিল ২০২৪
রেকর্ড ফাউলের ম্যাচে কাঠগড়ায়

ভুল করেননি, বলছেন রেফারি

চল্লিশ বার ফাউল হয়ে যাওয়ার পরও হলুদ কার্ড বার হয়নি স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কো কারবালোর পকেট থেকে। শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে একের পর এক কড়া ট্যাকল দেখতে দেখতে যখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আতঙ্কিত, তখনও এক বারের জন্য কড়া হাতে ম্যাচ পরিচালনা করার তাগিদ দেখা গেল না তাঁর মধ্যে। যার ফল নেইমারকে জঘন্য ভাবে আঘাত করে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৪ ০৩:৫০
Share: Save:

চল্লিশ বার ফাউল হয়ে যাওয়ার পরও হলুদ কার্ড বার হয়নি স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কো কারবালোর পকেট থেকে। শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে একের পর এক কড়া ট্যাকল দেখতে দেখতে যখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আতঙ্কিত, তখনও এক বারের জন্য কড়া হাতে ম্যাচ পরিচালনা করার তাগিদ দেখা গেল না তাঁর মধ্যে। যার ফল নেইমারকে জঘন্য ভাবে আঘাত করে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া।

এ বার বিশ্বকাপের সবচেয়ে বেশি সংখ্যক ফাউলের ম্যাচে কেন এমন জঘন্য রেফারিং? শুক্রবার রাতে ফোর্তালেজার ম্যাচের পর সেই প্রশ্ন উঠে গেল। “কার্বালোকে দেখে মনে হচ্ছিল, কার্ডগুলো সে কোথাও ভুলে চলে এসেছে। রেফারির পোশাকে ম্যাচে দেখা গেলেও রেফারির কাজটা করতে দেখা যায়নি ওকে,” নিজের কলামে লিখেছেন প্রাক্তন ব্রিটিশ রেফারি গ্রাহাম পোল। নেইমারের সতীর্থ হাল্কও বলেছেন, “রেফারির আরও নিরাপত্তা দেওয়া উচিত ছিল নেইমারকে।” চোট পেয়ে দলের বাইরে থাকা কলম্বিয়ার ফুটবলার ফালকাও পর্যন্ত রেফারিকে দুষছেন। টুইটারে লিখেছেন, “পরের ম্যাচে একজন সত্যিকারের রেফারি থাকা উচিত। এ দিন তো কোনও রেফারিকে খুঁজেই পাওয়া গেল না।”

সারা ম্যাচে ৫৪টি ফাউলের জন্য দায়ী করা হচ্ছে যাঁকে, সেই স্প্যানিশ রেফারি অবশ্য সরকারি ভাবে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর দেশের এক ফুটবল ওয়েবসাইটের দাবি, ঘনিষ্ঠ মহলে রেফারি নাকি বলেছেন, “আমি কোনও ভুল করিনি।” গত বার লা লিগায় মোট ১০৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন যিনি, এক ম্যাচে এক ডজন হলুদ কার্ড দেখিয়ে হইচই ফেলে দিয়েছিলেন যে রেফারি, সেই কারবালো এত নিষ্ক্রিয় থাকলেন কেন, সেই প্রশ্ন উঠছে। পোলের মন্তব্য, “ফিফার নির্দেশ পালন করতে গিয়েই বহু রেফারির ক্ষতি হচ্ছে। বাকি ছ’টি ম্যাচেও এমনটাই চলবে বলে মনে হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup referee carlos velaski
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE