Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভুল স্টান্সই ডোবাচ্ছে বিরাটকে, বলছেন গাওস্কর

বিরাট কোহলির ব্যাটিং টেকনিকটাই ভুল। আর কেউ নন, ভারত অধিনায়কের এই ত্রুটি ধরেছেন খোদ সুনীল গাওস্কর। টেকনিকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম বলছেন, ব্যাটিংয়ের সময় একদম ভুল স্টান্স নিচ্ছেন কোহলি। তাতেই তাঁর সাম্প্রতিক রান খরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০৩:১৮
Share: Save:

বিরাট কোহলির ব্যাটিং টেকনিকটাই ভুল। আর কেউ নন, ভারত অধিনায়কের এই ত্রুটি ধরেছেন খোদ সুনীল গাওস্কর। টেকনিকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম বলছেন, ব্যাটিংয়ের সময় একদম ভুল স্টান্স নিচ্ছেন কোহলি। তাতেই তাঁর সাম্প্রতিক রান খরা।

এ দিন ৫৫ বলে ২২ রান করে কোহলি আউট হওয়ার পর টেলিভিশনে ধারভাষ্য দিতে এসে গাওস্কর বলেন, ‘‘ব্যাট করার সময় বিরাট পা দু’টো অতিরিক্ত বেশি ফাঁক করে দাঁড়াচ্ছে। এই ধরনের উইকেটে খেলার জন্য যা একদম ভুল স্টান্স। এতে শট খেলার সময় ওর শরীরের ভারসাম্যও ঠিক থাকছে না।’’ সমস্যার পাশাপাশি তার সমাধানও দিয়ে দিয়েছেন লিটল মাস্টার। গাওস্কর বলেছেন, ‘‘বিরাটকে দু’পায়ের মধ্যেকার ব্যবধান কমিয়ে স্টান্সটা আরও ছোট করতে হবে। তাতে ক্রিজটাকে ও আরও ভাল ভাবে ব্যবহার করতে পারবে। কোন বলটা খেলবে, কোনটা ছাড়বে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ও বেশি পাবে।’’

এই পা ফাঁক করা স্টান্সে কোহলি বেশ কিছু দিন হল খেলছেন। তবে গত দশ টেস্ট ইনিংসে তাঁর ব্যাটে রানের খরা। শ্রীলঙ্কা সফরে গল টেস্টে একটি সেঞ্চুরি এবং কলম্বোয় একটি হাফ সেঞ্চুরির বাইরে বলার মতো কোনও রান নেই ভারতের এক নম্বর ব্যাটসম্যানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE