Advertisement
২৪ এপ্রিল ২০২৪
আজ কোপা দেল রে ফাইনাল

মেসিদের ছক ভেস্তে দেব, হুঙ্কার বিলবাও তারকার

ত্রিমুকুট জয় থেকে আর দু’ধাপ দূরে বার্সেলোনা। লা লিগা নিশ্চিত হয়ে গিয়েছে। শনিবার যুদ্ধ কোপা দেল রে ফাইনালের। যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তাদেরই। তবে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-ও ২৩ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদেরও যে রেকর্ড নেই। নু কাম্পে তাই আগাম যুদ্ধের সতর্কবার্তা প্রকট।

প্র্যাকটিসে ফুরফুরে মেসি। ছবি: এএফপি।

প্র্যাকটিসে ফুরফুরে মেসি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:১২
Share: Save:

ত্রিমুকুট জয় থেকে আর দু’ধাপ দূরে বার্সেলোনা। লা লিগা নিশ্চিত হয়ে গিয়েছে। শনিবার যুদ্ধ কোপা দেল রে ফাইনালের। যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তাদেরই। তবে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-ও ২৩ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদেরও যে রেকর্ড নেই। নু কাম্পে তাই আগাম যুদ্ধের সতর্কবার্তা প্রকট।

তবে মেসি বোধহয় শনিবারের ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই নিয়েও ভাবছেন। তাই এ দিন প্র্যাকটিসে সতর্ক করেন সতীর্থদের, ‘‘জুভেন্তাসে তেভেজের মতো প্লেয়ার আছে, এটা ভুললে চলবে না।’’ খেলা নু কাম্পে হলেও বার্সার ঘরের মাঠে প্রায় ৫০ হাজার বিলবাও সমর্থক হাজির থাকবেন। ১৯৮৪-র পর থেকে এক বারও ট্রফি জেতেনি বিলবাও। আর বার্সার ‘এমএসএন’ (মেসি, সুয়ারেজ, নেইমার) যেখানে চলতি মরসুমে মোট গোল করেছেন ১১৮টি, সেখানে গোটা বিলবাও টিমের এ মরসুমে গোলসংখ্যা ৬৮। বার্সা কোচ লুই এনরিকে জানিয়ে দিয়েছেন, খেলার জন্য ফিট সুয়ারেজ।

বিলবাওয়ের আরিতজ আদুরিজ অবশ্য বার্সার মাথাব্যথা হয়ে উঠতে পারেন। গত ১১ ম্যাচে দশটা গোল করেছেন ৩৪ বছরের স্ট্রাইকার। মরসুমে গোল ২৪। আর তাঁর পাল্টা হুমকি, ‘‘বার্সা ভাল টিম, কিন্তু ওদের হারানো সম্ভব। আমরা শেষ পর্যন্ত লড়ব। ওদের গেমপ্ল্যান ভেস্তে দেব।’’

মেসিদের অবশ্য অন্য তাগিদও থাকছে। জাভি হার্নান্ডেজের বার্সা জার্সিতে শেষ ম্যাচ এটাই। ২৪ বছরের বার্সা কেরিয়ার শেষ হচ্ছে যাঁর। বন্ধুর বিদায়ে কি কাপ উপহার না দিলে চলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aduriz Barça Athletic striker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE