Advertisement
১৯ এপ্রিল ২০২৪
খেদিরাকে নিয়ে ধোঁয়াশা

রেকর্ডের হাতছানি রোনাল্ডোর সামনে

তিন গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (৭১) চূড়ো থেকে ঠিক এতটাই দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৬৮)। বুধবারই কি সেটা বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেতসের বিরুদ্ধে ম্যাচে স্পর্শ করে ফেলবেন রিয়াল মাদ্রিদ মহাতারকা? সিআর সেভেনের ভক্তরা মনে করেন সেটা সম্ভব। এক সপ্তাহে আট গোল করে ইতিমধ্যেই পর্তুগিজ তারকা আভাস দিয়ে দিয়েছেন যে রকম ফর্মে রয়েছেন কিছুই এখন অসম্ভব নয় তাঁর কাছে।

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বুলগেরিয়ার রাজগ্রাদে। ছবি টুইটার

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বুলগেরিয়ার রাজগ্রাদে। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:২৬
Share: Save:

তিন গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (৭১) চূড়ো থেকে ঠিক এতটাই দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৬৮)। বুধবারই কি সেটা বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেতসের বিরুদ্ধে ম্যাচে স্পর্শ করে ফেলবেন রিয়াল মাদ্রিদ মহাতারকা? সিআর সেভেনের ভক্তরা মনে করেন সেটা সম্ভব। এক সপ্তাহে আট গোল করে ইতিমধ্যেই পর্তুগিজ তারকা আভাস দিয়ে দিয়েছেন যে রকম ফর্মে রয়েছেন কিছুই এখন অসম্ভব নয় তাঁর কাছে।

আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার প্রশ্নে? স্প্যানিশ মিডিয়ায় যা জল্পনা ছড়াচ্ছে তাতে বিখ্যাত ব্রিটিশ ক্লাবের সমর্থকদের হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিয়ালের ম্যাচে ‘রেড ডেভিলস’ সমর্থকদের ‘ঘরে ফিরে এসো’ ব্যানার বা রোনাল্ডো যতই বলুন, ‘ম্যাঞ্চেস্টার তাঁর হৃদয়ে রয়েছে’ তাই ‘এক দিন’ তিনি ফিরতে পারেন পুরনো ক্লাবে। স্প্যানিশ মিডিয়া কিন্তু দাবি করছে অন্তত আগামী দু’বছর তাঁর ম্যান ইউ-তে ফেরার কোনও সম্ভাবনা নেই। ম্যান ইউ কোচ লুই ফান গলের ‘রোনাল্ডোর সঙ্গে চুক্তি সম্ভব’ বলার পরও না।

কেন?

শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে রোনাল্ডোকে বিক্রি করার কোনও পরিকল্পনাই নেই। তা সে যে কোনও মূল্যেই হোক না কেন। রোনাল্ডো নিজেও চান না এখনই মাদ্রিদ থেকে অন্য কোনও ক্লাবে যেতে। তবে বছর দু’য়েক পর রোনাল্ডোর বয়স হবে প্রায় ৩২। তখন পরিস্থিতি পাল্টাতে পারে। রিয়াল রোনাল্ডোকে দলবদলের বাজারে সেই সময় বিক্রি করার কথা ভাবতে পারে।

ব্রিটিশ মিডিয়াতেও এই নিয়ে জল্পনার শেষ নেই। এক স্প্যানিশ সাংবাদিক নাকি বলেই দিয়েছেন, “রোনাল্ডোর স্বপ্ন ম্যান ইউতে ফিরে যাওয়া। তবে ম্যান ইউ সমর্থকরা তাঁর ফেরার সময়টা নিয়ে ভুল ভাবছেন। তাঁরা ভাবছেন হয়তো সেটা আগামী জানুয়ারিতেই হবে। কিন্তু তার কোনও সম্ভাবনা নেই।” সঙ্গে তিনি যোগ করেন, “তবে রোনাল্ডোর বয়স ৩২-এর কাছাকাছি যখন আসবে তখন রিয়াল তাঁকে অন্য ক্লাবে বিক্রি করার কথা ভাবতে পারে। রিয়ালের ভাবনাটা তখন অনেকটা হবে, ক্লাবের জন্য রোনাল্ডো এতদিন অনেক কিছু দিয়েছেন। এ বার যদি ওঁকে দল বদলের বাজারে ব্যবহার করা যায় তা হলে ক্ষতি কী!”

এ দিকে স্যামি খেদিরাকে নিয়ে রিয়াল আবার ফাঁপড়ে পড়ে গিয়েছে। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। কিন্তু এখনও রিয়াল কর্তারা জানেন না তিনি অন্য কোনও ক্লাবে যাচ্ছেন কি না। জল্পনা চলছিল তিনি ইপিএলের কোনও ক্লাবে সই করতে পারেন। কিন্ত গত বৃহস্পতিবার তিনি মাদ্রিদে ফিরে টিমের ফটোসেশনে ছিলেন। তার পরই আবার জল্পনা ছড়ায় জার্মান মিডফিল্ডার রিয়ালেই থাকছেন। রিয়াল কর্তারাও নাকি সেটাই মনে করেন। স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, রিয়াল কর্তাদের ধারণা অন্য কোনও ক্লাবে এখনও সই করেননি তিনি। করলে সেটা রিয়ালের বোর্ডকে জানিয়েই করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE