Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজস্থানের জন্য কমিটি

রাজস্থানে ক্রিকেট যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে রাজ্যের জন্য অ্যাড-হক কমিটি গঠন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে আসন্ন ঘরোয়া মরসুমে খেলতে পারবে রাজস্থান। কমিটির দায়িত্বে আছেন ভারতীয় টিমের প্রাক্তন ম্যানেজার অমৃত মাথুর।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১১
Share: Save:

রাজস্থানে ক্রিকেট যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে রাজ্যের জন্য অ্যাড-হক কমিটি গঠন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে আসন্ন ঘরোয়া মরসুমে খেলতে পারবে রাজস্থান। কমিটির দায়িত্বে আছেন ভারতীয় টিমের প্রাক্তন ম্যানেজার অমৃত মাথুর।
‘‘ভারতীয় বোর্ডের দর্শন হল, ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থ সবার আগে দেখা। সেই দর্শন মেনেই এই পদক্ষেপ,’’ বলেছেন বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। সঙ্গে যোগ করেছেন, ‘‘অন্য যে কোনও রাজ্যের টিমের মতো রাজস্থানের ক্রিকেটাররাও সব রকম সুবিধে পাবে। যাতে ওরা পারফর্ম করতে পারে।’’
২০১৪ মে-তে অপসারিত আইপিএল চেয়ারম্যান ললিত মোদীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল রাজস্থান ক্রিকেট সংস্থা। যার ফলে গোটা সংস্থাকেই সাসপেন্ড করে দিয়েছিল ভারতীয় বোর্ড। ২০১৪-’১৫ ঘরোয়া মরসুমের প্রোগ্রাম থেকে রাজস্থানকে বাদ দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত রাজস্থানের কয়েক জন ক্রিকেটার আদালতের দ্বারস্থ হওয়ায় তাদের টিম ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পেরেছিল। কিন্তু রাজস্থানের সংস্থা নয়, রাজ্যের ক্রিকেটীয় যাবতীয় সিদ্ধান্ত নিয়েছিল স্বাধীন একটি কমিটি। তাতে সমস্যার সাময়িক সমাধান হলেও মূল সমস্যা থেকেই গিয়েছিল। বোর্ড সূত্রের খবর, অ্যাড-হক কমিটি গঠনই রাজস্থানের জটিল সমস্যার সমাধানের দিকে একমাত্র বাস্তবসম্মত পদক্ষেপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE