Advertisement
২৬ এপ্রিল ২০২৪
রিয়ালের জয়, আটলেটিকোর হার

রিবেরিকে বাইরে রেখে নামছে গুয়ার্দিওলার বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভাল যাচ্ছে না পেপ গুয়ার্দিওলার। গত বছর সেমিফাইনালে হারতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের কাছে। এ বার আবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করার আগেই চোটের কালো মেঘ ঢেকে রেখেছে বায়ার্ন শিবিরকে। বুধবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নিজের সেরা দুই অস্ত্র, ফ্রাঙ্ক রিবেরি ও আর্জেন রবেনকে সম্ভবত পাচ্ছেন না গুয়ার্দিওলা।

মিউনিখের পথে ম্যাঞ্চেস্টার।  ছবি: টুইটার

মিউনিখের পথে ম্যাঞ্চেস্টার। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৩
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভাল যাচ্ছে না পেপ গুয়ার্দিওলার। গত বছর সেমিফাইনালে হারতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের কাছে। এ বার আবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করার আগেই চোটের কালো মেঘ ঢেকে রেখেছে বায়ার্ন শিবিরকে। বুধবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নিজের সেরা দুই অস্ত্র, ফ্রাঙ্ক রিবেরি ও আর্জেন রবেনকে সম্ভবত পাচ্ছেন না গুয়ার্দিওলা।

এই অবস্থায় আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসর নেওয়া জার্মান বিশ্বজয়ী ফুটবলার এবং বায়ার্ন আধিনায়ক ফিলিপ লামও মেনে নিচ্ছেন, তাঁদের কাজটা সহজ নয়। বলেছেন, “টিম এখনও পুরোপুরি ছন্দ পায়নি। অন্য দিকে ওরা ইপিএল চ্যাম্পিয়ন। ওদের হারাতে হলে আমাদের অনেক উন্নতি দরকার।”

হাঁটুর চোট সারিয়ে ফেরার পর শনিবার স্টুটগার্টের বিরুদ্ধে মরসুমে প্রথম নেমে গোল করলেও ম্যান সিটির বিরুদ্ধে নেই রিবেরি। সাংবাদিক বৈঠকে এসে মঙ্গলবার গুয়ার্দিওলা বলে দেন, “ফ্রাঙ্ক এখানে নেই। ও বাড়িতে। সোমবার ও চিকিৎসকের কাছে গিয়েছিল। আজ তাঁরা আমায় জানিয়েছেন এই ম্যাচে ও খেলতে পারবে না।” হাঁটু সমস্যা রবেনেরও। তিনি এ দিন দলের সঙ্গে প্রথম প্র্যাক্টিস করেছেন। তবে তাঁর মাঠে নামার ব্যাপারে গুয়ার্দিওলাকে খুব একটা আশাবাদী শোনাচ্ছে না। বলেছেন, “আর্জেন এই প্রথম প্র্যাক্টিসে নামল। তবে আগে দেখতে হবে ও ধকলটা নিতে পারছে কি না। দেখা যাক কী হয়!” চোটের দীর্ঘ তালিকা এখানেই শেষ নয়। বাস্তিয়ান সোয়াইনস্টাইগার, থিয়াগো আলকান্ত্রা, রাফিনহা আর জাভি মার্টিনেজও মাঠের বাইরে।

এ দিকে, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তারা ৫-১ হারাল বাসেলকে। গোল পান রোনাল্ডো, বেল, হামেস রদ্রিগেজ, বেঞ্জিমা। হারল আটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। অলিম্পিয়াকোসের কাছে ২-৩ হারে দিয়েগো সিমিওনের টিম। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ হারায় আর্সেনালকে। এ ছাড়া জয় পেয়েছে লিভারপুল, জুভেন্তাস ও মোনাকো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE