Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নাটকীয় বার্বেডোজে এক দিনে পড়ল ১৮ উইকেট

ক্রমশ মহানাটকীয় হয়ে ওঠার পথে বার্বেডোজ টেস্ট! যেখানে জেমস অ্যান্ডারসনের বিয়াল্লিশ রানে ছ’উইকেটের দুর্ধর্ষ স্পেলের পরেও রীতিমতো চাপে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানে তাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে আছেন এ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রান করা গ্যারি ব্যালেন্স (১২ ন.আ.) আর বেন স্টোকস (০ ন.আ.)। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন তিন সেশনে পড়ে ১৮ উইকেট।

সংবাদ সংস্থা
ব্রিজটাউন শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ২০:০৪
Share: Save:

ক্রমশ মহানাটকীয় হয়ে ওঠার পথে বার্বেডোজ টেস্ট! যেখানে জেমস অ্যান্ডারসনের বিয়াল্লিশ রানে ছ’উইকেটের দুর্ধর্ষ স্পেলের পরেও রীতিমতো চাপে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানে তাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে আছেন এ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ রান করা গ্যারি ব্যালেন্স (১২ ন.আ.) আর বেন স্টোকস (০ ন.আ.)। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন তিন সেশনে পড়ে ১৮ উইকেট। বার্বেডোজের ৮৫ বছর পুরনো স্টেডিয়ামের ইতিহাসে এক দিনে এতগুলো উইকেট পতন আগে কখনও ঘটেনি। জেমস কুকের সেঞ্চুরির দৌলতে ইংলান্ড প্রথম ইনিংসে ২৫৭ রান তোলার পর ব্যাট করতে নেমে অ্যান্ডারসন-গোলায় আক্ষরিক গুঁড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জার্মেইন ব্লাকউডের ৮৫ রানের প্রতিরোধ বাদ দিলে ক্যারিবিয়ান ব্যাটিং পুরোপুরি ব্যর্থ। ১৮৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে ১৭ বার কেরিয়ারে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন অ্যান্ডারসন। যিনি আপাতত প্রথম ব্রিটিশ বোলার হিসাবে চারশোর মাইলস্টোন ছোঁয়া থেকে আর মাত্র চার উইকেট দূরে। ক্রমশ ভাঙতে থাকা পিচে এর পর নেমে ২১ ওভারে মাত্র ৩৯ রান তুলে পাঁচ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। স্কোর বোর্ডে রানগুলো পর পর ৪, ৯, ০, ১, ৮। অবশ্য প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইংল্যান্ড আপাতত ১০৭ রানে এগিয়ে। এই মাঠেই ১৯৯৯-এ ব্রায়ান লারার নেতৃত্বে ৩১১ তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার ইতিহাস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার, ব্যালেন্স-স্টোকস জুটি তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ানদের নতুন কোনও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

england west indies Barbados cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE