Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অ্যাথলেটিক্সে সফল নারায়ণগড়ের আভা

জাতীয় স্তরের অ্যাথলেটিক্সে সফল হল নারায়ণগড়ের আভা খাটুয়া। গত ১১-১৫ জানুয়ারি তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের গাঁধী স্টেডিয়ামে ৭৩তম সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়।

আভা খাটুয়া। -নিজস্ব চিত্র

আভা খাটুয়া। -নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০১:৫৪
Share: Save:

জাতীয় স্তরের অ্যাথলেটিক্সে সফল হল নারায়ণগড়ের আভা খাটুয়া। গত ১১-১৫ জানুয়ারি তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের গাঁধী স্টেডিয়ামে ৭৩তম সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক এবং ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস’-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় দেশের ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যোগ দিয়েছিলেন। বেলদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী আভা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় যোগ দেয়। জাতীয়স্তরের ওই প্রতিযোগিতায় ‘জ্যাভলিন থ্রো’তে তৃতীয় ও ‘হেপ্টাথেলন’-এ ষষ্ঠ স্থান পায় আভা।

গত ১৫-১৬ ডিসেম্বর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ৪০টি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার ৬টি বিভাগের প্রথম স্থানাধিকারীদের কোয়াম্বত্তুরে পাঠানো হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তিনজনকে বাছাই করা হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মোট ন’জন প্রতিযোগী কোয়েম্বত্তুরের প্রতিযোগিতায় যোগ দেন। তাঁদের মধ্যে আভা সফল হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে বলেই ক্রীড়াবিদদের মত।

নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ‘মেদিনীপুর অ্যাথলেটিক্স কোচিং সেন্টার’-এ কোচ সুব্রত পানের অধীনে অনুশীলন করতেন আভা। চার বছর সেখানে প্রশিক্ষণ নেন তিনি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় বেলদা কলেজ থেকে প্রতিনিধিত্ব করে প্রথম হন আভা। তাঁর কথায়, ‘‘মাঝে তিন বছর অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল। তবে আমাদের জেলায় ‘জ্যাভলিন’, ‘হেপ্টাথেলন’ অনুশীলন করার মতো কোনও পরিকাঠামো নেই। জাতীয়স্তরের প্রতিযোগিতায় যোগ দিয়ে এটা বুঝেছি, অনেক প্রযুক্তিগত বিষয়ই আমার জানা নেই।’’ তাঁর কথায়, ‘‘জেলায় আরও উন্নত মানের পরিকাঠামোর গড়ে তোলা দরকার।’’

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক বলেন, ‘‘আগে জাতীয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের কোনও দল যোগ দিত না। গত তিন বছর ধরে জাতীয়স্তরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যোগ দিচ্ছে। এ বছর আমাদের ছাত্রী জাতীয়স্তরে সফল হয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE