Advertisement
১৬ এপ্রিল ২০২৪
MS Dhoni

অধিনায়কত্ব ছেড়ে পুরনো চুলের স্টাইলে ফিরবেন মাহি? উত্তরে বলেন…

অধিনায়কত্ব ছেড়ে এখন অনেকটাই চাপ মুক্ত। তাঁর পরবর্তী ক্রিকেট কেরিয়ার কোন পথে নিয়ে যেতে চান তাঁর আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাটই প্রমাণ। মাত্র ৪০ বলে ঝোড়ো ৬৮ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন দলের অন্যতম ফিনিশার তিনিই। মহেন্দ্র সিংহ ধোনি।

পুরনো চুলের স্টাইলে ফিরবেন ধোনি?

পুরনো চুলের স্টাইলে ফিরবেন ধোনি?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ১৮:১৫
Share: Save:

অধিনায়কত্ব ছেড়ে এখন অনেকটাই চাপ মুক্ত। তাঁর পরবর্তী ক্রিকেট কেরিয়ার কোন পথে নিয়ে যেতে চান তাঁর আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাটই প্রমাণ। মাত্র ৪০ বলে ঝোড়ো ৬৮ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন দলের অন্যতম ফিনিশার তিনিই। মহেন্দ্র সিংহ ধোনি।

হঠাত্ অধিনায়কত্ব ছাড়ার কারণ নিয়ে গুঞ্জন চলছিলই ক্রিকেটপ্রেমীদের মনে। মহেন্দ্র সিংহ ধোনি কি স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন? নাকি কোনও চাপ ছিল তাঁর এই সিদ্ধান্তের পিছনে। প্রশ্নটাও উঠছিল। শুক্রবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, দলের স্বার্থেই বিরাট কোহালিকে জায়গা ছেড়ে দিয়েছেন ধোনি।

অধিনায়কত্ব ছাড়া থেকে চুলের স্টাইল, সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর বেশ স্বচ্ছন্দে দিয়েছেন তিনি। এমন কী চুল নিয়ে প্রশ্নেও স্ট্রেট ব্যাটেই খেলেছেন মাহি। সবাই যেমন তিরুপতিতে মানত করে চুল দেয় তেমনই ধোনি অধিনায়কত্ব পেয়ে লম্বা চুল ছেটে ফেলেছিলেন। খেলার মতো কী সেই স্টাইলও ফিরে আসবে? উত্তরে ক্যাপ্টেন কুল বলেন, “অধিনায়ক হওয়ার পর, দলের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করেছি। এর আগে নীচের দিকে নেমে খেলতাম। বেশ কয়েক বছর ভাল ব্যাটিং করা দরুণ উপরের দিকেও খেলতে হয়েছে।” প্রাক্তন অধিনায়ক আরও যোগ করেন, “সীমিত ওভার ম্যাচে কখনও কখনও শেষের দিকে নামতে হয়েছে, ম্যাচ ফিনিশ করতে। এখনও যেমন নির্দেশ থাকবে, ঠিক সেইভাবে ব্যাটিং অর্ডারে খেলব।” যদিও চুল প্রসঙ্গে ধোনি ভুলেই যান উত্তর দিতে। কিন্তু নাছোড় সাংবাদিক ফের মনে করিয়ে দেন, তাহলে কী ফের পুরনো চুলের স্টাইলে দেখা যাবে ধোনিকে। মিস্টার কুলের সাফ উত্তর, “সেই চুল আর ফিরবে না।”

ধোনির জবাব দেওয়ার সেই ভিডিও

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেট ইতিহাসে ৩৮ জার্সি, সচিন একাই পরেছেন ৩২টি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Dhoni's Hair Style
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE