Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নতুন নিয়ম মানতে নারাজ হাবাস

আইএসএল সংগঠকদের পাঠানো নতুন নিয়ম পত্রপাঠ বাতিল করে দিলেন আন্তোনিও লোপেজ হাবাস। নিয়ম সমর্থন না করার জন্য আটলেটিকো দে কলকাতার কর্তাদেরও অনুরোধ করেছেন তিনি। টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করতে অদ্ভুত একটা নিয়ম আট ফ্র্যাঞ্চাইজির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন সংগঠকরা। ফিফার নিয়মে লিগের কোনও ম্যাচ ড্র হলে এক-এক করে পয়েন্ট ভাগ হয় দু’দলের মধ্যে। সেই নিয়মটা থাকছে। কিন্ত নতুন নিয়ম হলে এর পরেও খেলা চলবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৩
Share: Save:

আইএসএল সংগঠকদের পাঠানো নতুন নিয়ম পত্রপাঠ বাতিল করে দিলেন আন্তোনিও লোপেজ হাবাস। নিয়ম সমর্থন না করার জন্য আটলেটিকো দে কলকাতার কর্তাদেরও অনুরোধ করেছেন তিনি।
টুর্নামেন্ট আরও আকর্ষণীয় করতে অদ্ভুত একটা নিয়ম আট ফ্র্যাঞ্চাইজির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন সংগঠকরা। ফিফার নিয়মে লিগের কোনও ম্যাচ ড্র হলে এক-এক করে পয়েন্ট ভাগ হয় দু’দলের মধ্যে। সেই নিয়মটা থাকছে। কিন্ত নতুন নিয়ম হলে এর পরেও খেলা চলবে। ফয়সলার জন্য পেনাল্টি কিক হবে টাইব্রেকারের নিয়ম মেনে। যে জিতবে সে ড্রয়ের এক পয়েন্টের সঙ্গে আরও এক পয়েন্ট পাবে। অর্থাৎ টাইব্রেকারে জিতলে আসবে দু’পয়েন্ট। সদ্য শেষ হওয়া প্রাক মরসুম প্রতিযোগিতা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে বার্সেলোনা, চেলসিরা এই নিয়মে খেলেছে। সেটাই আনার চেষ্টা চলছে।
সংগঠকদের বক্তব্য, প্রথম মরসুমে দেখা যাচ্ছে টিভি দর্শকরা ড্র ম্যাচ নয়, কোনও একটা দলের জয় দেখতে চান। তাই সাতশো কোটির টুর্নামেন্ট বিপণনের জন্য এই পদক্ষেপ। খোঁজ নিয়ে জানা গেল হাবাসের মতো অন্য চারটি ক্লাবও এই নিয়মের বিপক্ষে মত দিয়েছে। তিনটি ক্লাব পক্ষে মত দিয়েছে।
এ দিকে মাদ্রিদ থেকে আশি কিলোমিটার দূরে সেগোভিয়ায় পাহাড়ের কোলে চলছে কলকাতার অনুশীলন। যা দারুণ উপভোগ করছেন রহিম নবি, জুয়েল রাজারা। শারীরিক সক্ষমতার অনুশীলনের পাশাপাশি টিম সংগঠনের কাজও চলছে। এ দিন প্রতি আক্রমণ নির্ভর অনুশীলন করিয়েছেন হাবাস। মাদ্রিদে খোঁজ নিয়ে জানা গেল, পুরনো ৪-৫-১ এর সঙ্গে ৪-৪-২ ফর্মেশনেও খেলাচ্ছেন টিমকে। মার্কি ফুটবলার পোস্তিগা এবং ইয়ান ইউমকে জোড়া স্ট্রাইকার হিসাবে রাখা হচ্ছে। তিন নম্বর কিপার কুঞ্জন ভুটিয়া ছাড়া সবাই রয়েছেন অনুশীলনে। ষোলো দিন অনুশীলনের পর বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আইএসএল চ্যাম্পিয়নরা। তাদের প্রথম প্রতিপক্ষ জিমন্যাস্টিকা সিগোভিয়ানার অনূর্ধ্ব উনিশ দল। এর পর আরও দু’তিনটে ম্যাচ খেলার কথা। হাবাস চাইছেন, পরের দিকে আরও কিছু শক্তিশালী টিমের সঙ্গে ম্যাচ করাতে। স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের দু’টো ক্লাবের সঙ্গে খেলার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Antonio Habas ISL football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE