Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এক নজরে

বুন্দেশলিগা-র প্রথম ডিভিশন থেকে স্টুটগার্টের এ বার অবনমন ঘটেছে। চল্লিশ বছরে যা প্রথম বার। যার জেরে ক্লাবের বঙ্গসন্তান স্পোর্টিং ডিরেক্টর রবিন দত্তকে বরখাস্ত করল জার্মান ক্লাব। প্রাক্তন জার্মান লিগ ফুটবলার রবিন স্টুটগার্টের প্রাক্তন কোচও। গত জানুয়ারিতে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন।

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০৪:০৭
Share: Save:

জার্মানিতে বরখাস্ত বাঙালি ফুটবল কোচ

বুন্দেশলিগা-র প্রথম ডিভিশন থেকে স্টুটগার্টের এ বার অবনমন ঘটেছে। চল্লিশ বছরে যা প্রথম বার। যার জেরে ক্লাবের বঙ্গসন্তান স্পোর্টিং ডিরেক্টর রবিন দত্তকে বরখাস্ত করল জার্মান ক্লাব। প্রাক্তন জার্মান লিগ ফুটবলার রবিন স্টুটগার্টের প্রাক্তন কোচও। গত জানুয়ারিতে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন। স্টুটগার্টের ম্যানেজমেন্ট বোর্ডের অন্যতম সদস্য হিসেবে তাঁর দায়িত্ব ছিল ক্লাবে তরুণ ফুটবলার আনা, প্র্যাকটিস আর কোচদের ট্রেনিংয়ের ব্যাপার দেখা। রবিনকে বরখাস্ত করার পরেও অবশ্য ক্লাবের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পুরো দায় রবিন দত্তের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না।’’ তবে রবিন এর আগে ওয়ের্ডার ব্রেমেনের কোচের চেয়ার থেকেও ছাঁটাই হয়েছেন। পাশাপাশি আবার ৫১ বছর বয়সি রবিন জার্মান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টরের পদও সামলেছেন।

ঘরের মাঠেই ব্যঙ্গ ফান গলকে

বোর্নমাউথকে ৩-১ হারল তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাই়টেড। তাও ঘরের মাঠ ওল্ড ট্যাফোর্ডে। তবু মঙ্গলবার রাতে ম্যান ইউ ভক্তদের টিটকিরির হাত থেকে মুক্তি পেলেন না তিনি— লুইস ফান গল। ইউনাইটেড কোচের উপর সমর্থকদের ক্ষোভের বড় কারণ, ম্যাচটা জিতেও পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের দৌড়ে থাকতে পারল না রেড ডেভিলস। প্রিমিয়ার লিগে ম্যান ইউ শেষ করল পাঁচ নম্বরে। ইপিএলের প্রথম চার দল খেলে চ্যাম্পিয়ন্স লিগ। এই ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু ভুয়ো বোমাতঙ্কে ম্যাচ ভেস্তে গিয়েছিল। গত রাতে বোমাতঙ্ক কাটলেও ইউনাইটেড সমর্থকদের বোধহয় আরও ব়ড় আতঙ্ক ছিল ওয়েন রুনিদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা নিয়ে। তার জন্য এই ম্যাচ জিততে হত ১৯ গোলে। অসম্ভব স্বপ্নপূরণ হওয়ার কথা ছিল না। হয়ওনি। তাই দলের কোচ ফান গল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ান সমর্থকদের। ম্যাচের পর ফান গল যখন মাঠ থেকেই মাইক হাতে বলছেন, ‘‘আপনাদের নিঃশর্ত সমর্থনের জন্য ধন্যবাদ’’ তখনও ঘরের মাঠের গ্যালারি থেকে টিটকিরি উড়ে আসার বিরাম ছিল না। এমনকী বোর্নমাউথ সমর্থকেরাও চিৎকার করছিলেন, ‘‘সকালেই তোমায় ছেঁটে ফেলা হচ্ছে।’’ ফান গল তখনও বলে চলেছেন, ‘‘আমরা এফএ কাপ আপনাদের জন্য জিতব। আপনাদের সেটা প্রাপ্য।’’ শনিবার ইউনাইটেডের এফএ কাপ ফাইনালে লড়াই ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে।

কোহালি বিস্ময়কর: সৌরভ

n বিরাট কোহালির প্রশংসায় পঞ্চমুখ যখন সারা ক্রিকেট বিশ্ব, তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাতে গলা মেলালেন। বুধবার সিএবি-তে ভারতীয় ক্রিকেটের এই নতুন সুপারস্টারকে ‘বিস্ময়কর প্রতিভা’ বললেন তিনি। তবে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনাটা এই মুহূর্তে বাড়াবাড়ি হয়ে যাবে বলে মনে করেন সৌরভ। বুধবার সন্ধ্যায় সিএবি-তে তিনি বলেন, ‘‘বিরাটকে আগে কুড়ি বছর খেলতে দিন, তার পর তো সচিনের সঙ্গে তুলনা করবেন।’’ অন্য দিকে সোমবারের ম্যাচে ইডেনের উইকেট নিয়ে তিনি বলেন, ‘‘কেকেআর-কে পছন্দের উইকেটই দেওয়া হয়েছিল। কিন্তু কোহালিকে আউট করতে হবে তো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE