Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports

কোহালির চোট নিয়ে আশঙ্কা কাটল, খেলার আশ্বাস

যে ভাবে বাউন্ডারিতে বল বাঁচাতে গিয়ে ছিটকে পড়েছিলেন তাতে তখনই সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছিল। তার পর যখন মাঠ ছাড়লেন তখন আরও পরিষ্কার হয়ে গেল চোট অত হালকা নয়। না হলে সামান্য ব্যথায় মাঠ ছাড়ার পাত্র নন ভারত অধিনায়ক।

চোটের পর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ছেন বিরাট কোহালি। ছবি: বিসিসিআই টুইটার।

চোটের পর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ছেন বিরাট কোহালি। ছবি: বিসিসিআই টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৩:৪৮
Share: Save:

মনে করা হচ্ছিল এই ম্যাচে আর খেলতেই পারবেন না তিনি। কিন্তু সেই আশঙ্কা আর থাকল না। স্ক্যানের রিপোর্ট আগামী কাল পাওয়ার কথা। যদিও সুখবর শুনিয়েছে বিসিসিআই-এর মেডিক্যাল টিম। যার পরই বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে সুস্থ আছেন বিরাট কোহালি। ভারতের মেডিক্যাল টিমের নেতৃত্বে চিকিৎসা চলছে বিরাট কোহালির। কাল থেকেই আবার মাঠে দেখা যেতে পারে তাঁকে।

যে ভাবে বাউন্ডারিতে বল বাঁচাতে গিয়ে ছিটকে পড়েছিলেন তাতে তখনই সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছিল। তার পর যখন মাঠ ছাড়লেন তখন আরও পরিষ্কার হয়ে গেল চোট অত হালকা নয়। না হলে সামান্য ব্যথায় মাঠ ছাড়ার পাত্র নন ভারত অধিনায়ক। কিন্তু পুরো ম্যাচে আর মাঠে ফিরতে পারলেন না ব্যথা না কমায়। এখনই বলা যাচ্ছে না চোট কতটা কিন্তু শিবিরের খবর স্ক্যান করা হবে বিরাটের কাঁধে।

ম্যাচের ৪০তম ওভারের ঘটনা। রাঁচী টেস্টের প্রথম দিন। চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর মাঠে ফিরতে পারেননি। পুরো সময়টাই ড্রেসিংরুমে বসেছিলেন হাতে আইসপ্যাক লাগিয়ে। ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর বলেন, ‘‘চোট কতটা সেটা আগামী কাল আমরা জানতে পারব। স্ক্যান করা হবে ওর চোটের জায়গায়। ও ডাইভ দেওয়ার সময় পুরো শরীরের চাপটা হাতের উপর পড়েছিল।’’ বিরাট কোহালিস্ক্ একান্তই না খেলতে পারলে তাঁর জায়গা অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন: শান্তি-বৈঠকে গরহাজির স্মিথ, অশান্তির নিষ্পত্তি হল না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Steve Smith
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE