Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থেকে নামছে বাংলাদেশ

শনিবার ডাম্বুলায় ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থেকে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ৯৮ পয়েন্ট নিয়ে ছ’য়ে আছে টিম শ্রীলঙ্কা। মাশরাফি বিন মুর্তজার দলের সামনে হাতছানি প্রথমবারের মতো ছয়ে ওঠার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ২২:৩৩
Share: Save:

শনিবার ডাম্বুলায় ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থেকে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ৯৮ পয়েন্ট নিয়ে ছ’য়ে আছে টিম শ্রীলঙ্কা। মাশরাফি বিন মুর্তজার দলের সামনে হাতছানি প্রথমবারের মতো ছয়ে ওঠার। তবে কাজটি কঠিন। এজন্য ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে! বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে দুই দলেরই রেটিং পয়েন্ট হবে ৯৬। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছ’য়ে উঠবে বাংলাদেশ। সাতে নামবে শ্রীলঙ্কা।

এর উল্টো ফল র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের জন্য বয়ে আনবে উল্টো স্বাদ। শ্রীলঙ্কা ৩-০তে জিতলে ১০০ পয়েন্ট নিয়ে ছ’য়ে সংহত হবে লঙ্কানদের অবস্থান। আর বাংলাদেশের পয়েন্ট হবে ৮৮। নেমে যাবে আটে। সাতে উঠবে পাকিস্তান। ৮৯ পয়েন্ট নিয়ে আপাতত পাকিস্তান আছে আট নম্বরে।

২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে সিরিজ র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের এই লড়াইয়ে আনতে পারে ওলট-পালট। তাই গুরুত্বের বিচারে এই সিরিজ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে বাড়বে ২ পয়েন্ট। এখনকার চেয়ে আর একটু শক্ত হবে সাত নম্বর অবস্থান। ২-১ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট এখনকার মতোই থাকবে ৯১। অবস্থান ধরে রাখতে তাই ওয়ানডে সিরিজে অন্তত একটি ম্যাচ জিততেই হবে মাশরাফিদের।

আরও খবর: রাজ্য সংস্থাগুলোর বকেয়া মেটাতে বিসিসিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের

র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের এই লড়াইয়ে আর একটি মহাগুরুত্বপূর্ণ সিরিজ আগামি ৭ থেকে ১১ এপ্রিল। পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আপাতত ৮৪ পয়েন্ট নিয়ে ক্যারিবিয়ানরা আছে ন’নম্বরে। দুই দলের সম্ভাবনার জন্যই ওই সিরিজ হবে খুবই গুরুত্বপূর্ণ।

আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

দুই দল মিলিয়ে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ শুরু করবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান আছেন ১৯ নম্বরে। ২৩ নম্বরে তামিম ইকবাল, ৩০এ সৌম্য সরকার ও ৩১ সাকিব আল হাসান। ৬০ নম্বরে থাকা কুশল মেন্ডিস শ্রীলঙ্কার শীর্ষ ব্যাটসম্যান!

বোলিংয়েও শীর্ষে থেকে সিরিজ শুরু করা নামটি বাংলাদেশের। ৮ নম্বরে থেকে সিরিজ শুরু করবেন সাকিব। ১২ নম্বরে শুরু করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ৩০তম মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার শীর্ষ বোলার ২৮ নম্বরে থাকা সুরাঙ্গা লাকমল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Ranking Bangladesh Srilanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE