Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports news

ঐতিহাসিক! শততম টেস্ট জিতে নিল বাংলাদেশ

ঐতিহাসিক শততম টেস্ট বিদেশের মাটিতে জয়ের সৌরভে মাখামাখি হতে যাচ্ছে। বড় কোনও বিপর্যয় না হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততে চলেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার উপুল থরাঙ্গাকে আউট করার পর বাংলাদেশের উল্লাস । ছবি: এপি।

শ্রীলঙ্কার উপুল থরাঙ্গাকে আউট করার পর বাংলাদেশের উল্লাস । ছবি: এপি।

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৪:০৫
Share: Save:

শ্রীলঙ্কা ৩৩৮ এবং ৩১৯, বাংলাদেশ ৪৬৮ এবং ১৯১/৬

বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

ঐতিহাসিক শততম টেস্ট বিদেশের মাটিতে জয়ের সৌরভে মাখামাখি হয়ে রইল। গল-এর মধুর প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জিতে নিল বাংলাদেশ।

আজ কলম্বোর মাঠে সকালে দ্রুত শ্রীলঙ্কাকে অল আউট করা ছিল বাংলাদেশ বোলিংয়ের লক্ষ্য। তবে নয় নয় করেও আজ আরও ৫১ রান তোলে শ্রীলঙ্কা। ৩১৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জিততে দরকার ছিল ১৯১ রান।

ব্যাট করতে নেমে ২২ রানের মাথায় পর পর দুই উইকেট পড়ে যায় বাংলাদেশের। ১০ রানে আউট হয়ে যান সৌম্য সরকার। এর পর শূন্য রানে ফিরে যান ইমরুল কায়েস। তৃতীয় উইকেট জুটিতে অবশ্য ১০৯ রান করে দলকে অনেকটা এগিয়ে দেন তামিম ইকবাল এবং সাব্বির রহমান। তামিম ৮২ রানে এবং সাব্বির ৪১ রানে ফিরে যান কয়েক ওভারের ব্যবধানে। সাকিব আল হাসান আউট হন ১৫ রান করে। মোসাদ্দেক ১৩ রান করে আউট হন যখন তখন জয়ের জন্য বাকি মাত্র ২ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ডয়ের জন্য ১৯১ রান তোলে। বাকি ১৯ ওভারে করতে হবে ১০ রান। মুশফিকুর রহিম ২২ রানে এবং মেহেদি হাসান ২ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: ঋদ্ধির দারুণ সঙ্গত, পূজারার ঝঙ্কারে অজিদের টপকালো ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Bangladesh-Sri Lanka Test Colombo Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE