Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

সেমিফাইনালে পৌঁছে রেকর্ড করা হয়ে গিয়েছিল আগেই। এ বার স্বপ্নকে ছোঁয়ার পালা। আর সেই লক্ষেই বৃহস্পতিবার শের এ বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হল না। ক্যারিবিয়ানদের সঙ্গে তিন উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেহদি হাসান মিরাজরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০০
Share: Save:

সেমিফাইনালে পৌঁছে রেকর্ড করা হয়ে গিয়েছিল আগেই। এ বার স্বপ্নকে ছোঁয়ার পালা। আর সেই লক্ষেই বৃহস্পতিবার শের এ বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হল না। ক্যারিবিয়ানদের সঙ্গে তিন উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল মেহদি হাসান মিরাজরা।

এ দিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই পর পর উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে তারা। পরে অধিনায়ক মেহদি হাসান এবং সইফুদ্দিনের হাত ধরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক মেহদি। ২২৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনাররা। ২৫ বলে ৩৮ করেন পোপ। ৬০ রান করেন অধিনায়ক হেটমার। এর পর অধিনায়ক মিরাজ এবং শাওনের বলে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্প্রিঙ্গারের অপরাজিত ৬২ রানে স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। ম্যান অব দ্য ম্যাচও হন স্প্রিঙ্গার।

• ৪৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।

• ৪৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২১৭/৭। জিততে হলে ২১ বলে ১০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

• ফের উইকেটের পতন। সইফুদ্দিনের বলে ১২ রানে আউট হলেন ফ্রিউ।

• ৪২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৯৩/৬

• ৩৯ ওভারে ১৮৪/৬ ওয়েস্ট ইন্ডিজের

• শাওনের এক ওভারে পর পর দু’উইকেটের পতন।

• ৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫/৪

• ২৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪৯/৪

• ফের উইকেট গেল ওয়েস্ট ইন্ডিজের। সইফুদ্দিনের বলে ৬০ রানে আউট হলেন হেটমের।

• ২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩/৩।

• ২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২০/৩

• তৃতীয় ক্যারিবিয়ন উইকেটের পতন। শাওনের বলে বোল্ড হলেন কার্টি।

• ১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০৩/২

• ১৩ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭৭/২

• ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫৬/২

• ফের উইকেটের পতন। ফের মেহদি হাসানের বলে আউট হলেন পোপ।

• ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪৬/১

• ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। অধিনায়ক মেহদির বলে আউট হলেন ইমলাক।

• চার ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৩৮/০

• ১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৬/০

• ২২৬ রানে অল আউট বাংলাদেশ।

• ৪৯ ওভারের শেষে বাংলাদেশ ২১৭/৯

• নবম উইকেটের পতন। ১৪ রানে আউট হলেন মোসাব্বেদ হোসেন।

• ৪৮ ওভারে বাংলাদেশ ২০৬/৮

• ফের উইকেটের পতন। তিন রানে আউট সইদ সরকার।

• ৪৬.৩ ওভারে বাংলাদেশ ২০২/৭

• একই ওভারে পর দুই উইকেটের পতন। ৬০ রনে আউট হলেন মহদি। পরের বলে ৩৬ রানে আউট সইফুদ্দিন।

• ৪৩ ওভারে বাংলাদেশ ১৮০/৫

• হাফ সেঞ্চুরি করলেন মেহদি হাসান।

• ৪০ ওভার শেষে বাংলাদেশ ১৬৩/৫

• ৩৫ ওভারে বাংলাদেশ ১৪৪/৫

• বাংলাদেশ ২৭.১ ওভারে ১১৩/৫

• বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন। ২৪ রানে আউট জাকির।

• ২৫ ওভারে বাংলাদেশ ৯৫/৪

• ২২ ওভারে বাংলাদেশ ৮৮/৪

• চতুর্থ উইকেটের পতন। সেট হয়েও আউট হলেন জয়রাজ।

• ২১ ওভার শেষে বাংলাদেশ ৮৩/৩

• ১৭ ওভারে বাংলাদেশ ৬৮/৩। জয়রাজ ২৯ এং জাকির ১ রানে অপরাজিত

• ১৩ ওভারে বাংলাদেশ ৫৯/৩

• তৃতীয় উইকেটের পতন। জনের বলে ১১ রানে আউট নাজমুল হাসান শান্ত।

• ১০ ওভার শেষে বাংলাদেশ ৪৮/২. জয়রাজ ১৯ এবং শান্ত ৫ রানে অপরাজিত

• ৬.২ ওভারে বাংলাদেশ ২৯/২।

• দ্বিতীয় উইকেটের পতন। ১০ রানে আউট হলেন ওপেনার সইফ হোসেন।

• ৫ ওভার শেষে বাংলাদেশ ২৩/১। জয়রাজ ৫ এবং সইফ হোসেন ৭ রানে অপরাজিত

• ২ ওভার শেষে বাংলাদেশ ১০/১

• হোল্ডার বলে আউট হলেন পিনাক ঘোষ।

আরও পড়ুন:
আগেই জানতাম সেমিফাইনালে যাব, বললেন মিরাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

semifinal inder 19 world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE