Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

বড় জয়ে শুরু বাংলাদেশের ওয়ানডে মিশন

ডাম্বুলায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মাশরাফি বাহিনী তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে ১-০ তে লিড নিল।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৪৮
Share: Save:

ডাম্বুলায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মাশরাফি বাহিনী তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে ১-০ তে লিড নিল।

শনিবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কা-অধিপতি উপল থারাঙ্গা। তবে, টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩২৪ রান। টাইগার ওপেনার তামিমের সেঞ্চুরির সঙ্গে ছিল সাকিব-সাব্বিরের দুর্দান্ত হাফ-সেঞ্চুরির ইনিংস। জবাবে, ৪৫.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।

এটিই ছিল টাইগারদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান করে জিতেছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে তারও আগে ২০১৪ সালে করেছিল ৩২৬ রান। সেবার হারতে হয়েছিল টাইগারদের। এছাড়া, ৩০০ পেরুনো আর বাকি সাতটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল লাল-সবুজরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Sri Lanka ODI Win
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE