Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পাঁচ গোল চান কোচ এনরিকে

শুনে অনেকের দুঃস্বপ্ন মনে হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, বার্সেলোনা কোচ লুইস এনরিকে ঘোষণা করে দিয়েছেন, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য তাঁর দল আজ, বুধবার, পাঁচ গোল করার লক্ষ্য নিয়ে নামছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:০৭
Share: Save:

শুনে অনেকের দুঃস্বপ্ন মনে হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, বার্সেলোনা কোচ লুইস এনরিকে ঘোষণা করে দিয়েছেন, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য তাঁর দল আজ, বুধবার, পাঁচ গোল করার লক্ষ্য নিয়ে নামছে।

অবিশ্বাস্য শোনালেও সত্যি। এনরিকের যুক্তি হচ্ছে, য়ুভেন্তাস এক গোল করে দিতেই পারে। ‘‘পিএসজি ম্যাচে আমাদের অতিমানবীয় কাজ করতে হচ্ছিল। বল নিয়ে ঝড় তুলতে হচ্ছিল, বল ছাড়া পাগলের মতো তাড়া করতে হচ্ছিল। ওখানে দরকার ছিল চার গোল। এ বার দরকার হবে তিন গোল,’’ প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেছেন এনরিকে।

প্রি-কোয়ার্টার ফাইনালেই প্যারিস সঁ জরমঁ-র কাছে প্রথম গেলে ০-৪ হেরে প্রায় ছিটকেই যাচ্ছিল বার্সেলোনা। ঘরের মাঠে তারা ৬-১ জিতে অবিশ্বাস্য ভঙ্গিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। ফের সে রকমই কিছু অলৌকিক দরকার এ বারে। য়ুভেন্তাস প্রথম লেগে ৩-০ জিতে এগিয়ে রয়েছে। এ বারে ক্যাম্প ন্যু’তে মেসিদের দরকার অন্তত তিন গোল। কিন্তু এনরিকে বলছেন, ‘‘আমাদের তিন গোল চাই ঠিকই। কিন্তু প্রতিপক্ষ গোল করে দিতে পারে। সেটা ভেবেই পাঁচ গোলের লক্ষ্য নিয়ে নামছি।’’

কী ভাবে ফের অলৌকিক ঘটানো সম্ভব? এনরিকে বলছেন, ‘‘আমাদের মন্ত্র একটাই। আক্রমণ, আক্রমণ, আক্রমণ।’’ বার্সেলোনা কোচ আশা করছেন মোহময়ী ক্যাম্প ন্যু পিএসজি ম্যাচের মতোই প্রবল সমর্থনে তাঁদের ফুটবলারদের চাঙ্গা রাখবে। ‘‘আমরা যদি শুরুতে গোল করে দিতে পারি, তা হলে ক্যাম্প ন্যু আমাদের দ্বিতীয় গোল করাবে। তৃতীয় গোল করাবে। তার পর চতুর্থ,’’ বলেন এনরিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE