Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

বার্সেলোনা-পিএসজি ঐতিহাসিক ম্যাচের রিপ্লে চাইলেন সমর্থকরা

ঐতিহাসিক ম্যাচই বটে। ৪-০ গোলে প্রথম লেগে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয় লেগে ফিরেছিল ৬-১ গোলে। ক্যাম্প ন্যুতে সেই ঐতিহাসিক ম্যাচে এক ফোঁটা চুন ফেলে দিল রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। যা নিয়ে এখন উত্তাল ফুটবল বিশ্ব। সব থেকে বেশি বিতর্ক বার্সেলোনার জোড়া পেনাল্টি নিয়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ২১:০২
Share: Save:

ঐতিহাসিক ম্যাচই বটে। ৪-০ গোলে প্রথম লেগে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয় লেগে ফিরেছিল ৬-১ গোলে। ক্যাম্প ন্যুতে সেই ঐতিহাসিক ম্যাচে এক ফোঁটা চুন ফেলে দিল রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। যা নিয়ে এখন উত্তাল ফুটবল বিশ্ব। সব থেকে বেশি বিতর্ক বার্সেলোনার জোড়া পেনাল্টি নিয়ে। রেফারি ডেনিজ আয়তেকিনের বিরুদ্ধেই সমস্ত অভিযোগ। হোম টিমকে টেনে খেলানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সঙ্গে রিপ্লেও চাইছে প্রচুর মানুষ। যাতে রীতিমতো ক্ষুব্ধ পিএসজি সমর্থকরা। যার সমর্থনে চেঞ্জ.ওআরজি নামে এক ওয়েবসাইটে এই বিষয়ে ভোট নেওয়া হয়েছিল। যেখানে এই ম্যাচের রিপ্লের সমর্থনে এখনও পর্যন্ত ভোট এসেছে ৯০ হাজারেরও উপরে।

আরও খবর: এক আফগানের ব্যাটে পিছিয়ে পড়ল বিরাট রান

যা খবর তাতে এই ম্যাচের রিপ্লে হওয়ার সম্ভাবনা নতুন করে দেখা দিয়েছে। ফিফা প্যানেলের এলিট রেফারি প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বার্সেলোনা-পিএসজি ম্যাচের রেফারিকে। এই মরসুমে আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলাতে দেওয়া হবে না তাঁকে। শুধু তাই নয় এই রেফারির বিরুদ্ধে অভিযোগ তিনি পিএসজি ফুটবলারদের সম্পর্কেও খারাপ মন্তব্য করেছিলেন। সব মিলে বার্সেলোনার ঐতিহাসিক জয় নিয়ে উৎসব ধামাচাপা পড়ে গিয়েছে রেফারির ভুল সিদ্ধান্তে। যদি রিপ্লে হয় তা হলে বদলে যেতে পারে মেসিদের ভাগ্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE