Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিনব প্রয়াস বায়ার্নের

উদ্বাস্তুদের সাহায্যার্থে বায়ার্ন মিউনিখ। গত কয়েক দিনে সিরিয়া থেকে বহু উদ্বাস্তু এসেছেন জার্মানিতে। চমকপ্রদভাবে তাদের পাশে দাঁড়িয়েছে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। ক্লাবের চিফ এগজিকিউটিভ কার্ল হেইঞ্জ রুমেনিগে সরকারি বিবৃতিতে বলেছেন, ‘‘এটা আমাদের সামাজিক দায়িত্ব। ওদের সাহায্য করা উচিত। ওরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share: Save:

উদ্বাস্তুদের সাহায্যার্থে বায়ার্ন মিউনিখ। গত কয়েক দিনে সিরিয়া থেকে বহু উদ্বাস্তু এসেছেন জার্মানিতে। চমকপ্রদভাবে তাদের পাশে দাঁড়িয়েছে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। ক্লাবের চিফ এগজিকিউটিভ কার্ল হেইঞ্জ রুমেনিগে সরকারি বিবৃতিতে বলেছেন, ‘‘এটা আমাদের সামাজিক দায়িত্ব। ওদের সাহায্য করা উচিত। ওরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে।’’

উদ্বাস্তু শিশুদের জন্য ট্রেনিং ক্যাম্প তৈরি করা ছাড়াও খাদ্যের যোগান দেওয়া হবে। আবার জার্মান ভাষার ক্লাসও নেওয়া হবে। বায়ার্নের পরের ঘরোয়া ম্যাচ অগসবার্গের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর। সেই ম্যাচে প্রত্যেক ফুটবলার একজন উদবাস্তু শিশুকে নিয়ে মাঠে প্রবেশ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

training camp Bayern Munich football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE