Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports

মেসিহীন আর্জেন্তিনাকে হারাল বলিভিয়া, আরও কঠিন বিশ্বকাপের পথ

তিনি, লিওনেল মেসি ছাড়া আর্জেন্তিনা যে কিছুই নয়, তা প্রমাণ করে দিল বলিভিয়া। প্রাক বিশ্বকাপের ম্যাচে দি’মারিয়াদের ২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে মেসিদের প্রতিনিধিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এস্কোবার-মার্টিন্সরা।

দি’মারিয়ার মতো পতন হল দলেরও।

দি’মারিয়ার মতো পতন হল দলেরও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৩:১১
Share: Save:

তিনি, লিওনেল মেসি ছাড়া আর্জেন্তিনা যে কিছুই নয়, তা প্রমাণ করে দিল বলিভিয়া। প্রাক বিশ্বকাপের ম্যাচে দি’মারিয়াদের ২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে মেসিদের প্রতিনিধিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এস্কোবার-মার্টিন্সরা।

চিলির বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির করা একমাত্র গোলে বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা জিইয়ে রেখেছিল আর্জেন্তিনা। কিন্তু সেই ম্যাচেই দু’জন লাইন্সম্যান মার্সেলো ফান গাস ও ডিউসন সিলভার সঙ্গে অভব্য আচরণ করায় চার ম্যাচ সাসপেন্ড হন মেসি। তাও আবার বলিভিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার শুরুর ছ’ঘণ্টা আগে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় থাকা বলিভিয়ার বিরুদ্ধে অবশ্য বরাবরই সমস্যায় পড়েছেন মেসিরা। এই মাঠেই বছর আটেক আগে ১-৬ হেরেছিল আর্জেন্তিনা। সেই অপয়া মাঠে খেলতে নামার আগেই ফিফার তরফ থেকে জানানো হয় চিলে ম্যাচে লাইন্সম্যানকে গালিগালাজ করায় ‘আর্টিকেল ৫৭’ অনুযায়ী আর্জেন্তিনার পরের চারটে কোয়ালিফায়ার থেকে বাদ পড়ছেন মেসি।

দলের সেরা ফুটবলার তথা অধিনায়ক বাদ পড়ায় যেন প্রথম থেকেই কেঁপে যান দি মারিয়ারা। মাঠে যার ছাপ ছিল যথেষ্টই। ম্যাচের ৩১ মিনিটে অসাধারণ হেডে গোল করেন হুয়ান জাস্টিনিয়ানো। ৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন মোরেনো। ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে আর্জেন্তিনা। উপায় না দেখে আগুয়েরোকে নামান এডগার্ডো বাউজা। আক্রমণের ধার কিছুটা বাড়লেও ম্যাচে আর ফেরা হয়নি আর্জেন্তিনার।


অসাধারণ গোল করলেন মার্টিন্স।

এই ম্যাচের আগে কনমেবল টেবিলের তিন নম্বরে ছিল আর্জেন্তিনা। কিন্তু মঙ্গলবার রাতে দি’মারিয়াদের হার এবং চিলে ভেনেজুয়েলাকে হারিয়ে দেওয়ায় দু’ধাপ নেমে পাঁচ নম্বরে চলে গিয়েছে আর্জেন্তিনা। গ্রুপ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য টিকিট পেয়ে গিয়েছে ব্রাজিল। প্রথম চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলকে টপকাতে হবে কোয়ালিফায়ারের বাধা। আর্জেন্তিনার শেষ তিনটি ম্যাচ উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুর বিরুদ্ধে। রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শেষ তিনটি ম্যাচ হারলে চলবে না দি মারিয়াদের।

আরও পড়ুন: গালি দেওয়ায় শাস্তি মেসির

ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina Bolivia Angel Di Maria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE