Advertisement
২০ এপ্রিল ২০২৪

রোনাল্ডোর গোলেও রিয়াল পেল না জয়

মাঝপথে তাঁকে তুলে নেওয়ার জবাব এল গোলে। শনিবার রাতের লা লিগা দেখেছিল রগচটা রোনাল্ডো-কে। যাঁকে লা পালমা ম্যাচের মাঝপথে রিজার্ভে তুলে নেওয়ায় কোচ জিদানকে গালিগালাজ করে বসেন।

ম্যাচ শেষে জিদানের সঙ্গে রোনাল্ডো। -টুইটার

ম্যাচ শেষে জিদানের সঙ্গে রোনাল্ডো। -টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:২২
Share: Save:

মাঝপথে তাঁকে তুলে নেওয়ার জবাব এল গোলে।

শনিবার রাতের লা লিগা দেখেছিল রগচটা রোনাল্ডো-কে। যাঁকে লা পালমা ম্যাচের মাঝপথে রিজার্ভে তুলে নেওয়ায় কোচ জিদানকে গালিগালাজ করে বসেন। মঙ্গলবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ দেখল সেই গোলক্ষুধার্ত স্কোরার-কে। যিনি একটা ছোট্ট সুযোগকেও গোলে পরিণত করেন।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজের ৯৫তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সটাও দিয়ে গেলেন। কিন্তু সিআর সেভেন গোলে ফিরলেও রিয়াল মাদ্রিদ জয়ে ফিরল না। ড্রয়ের হ্যাটট্রিক করল গত বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-২ ড্র করে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল রিয়াল-কে।

লা লিগায় টানা দুটো ম্যাচ ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগকেই আবার জয়ে ফেরার মঞ্চ হিসেবে পাখির চোখ করেছিলেন জিদান। ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কের মতো দুর্গে প্রথমে গোল পায় রিয়াল। সৌজন্যে সেই রোনাল্ডো। যাঁর নিঁখুত ফিনিশে ১-০ এগোয় রিয়াল। কেলর নাভাসের দোষে বিরতির ঠিক আগেই ১-১ করেন পিয়ের এমেরিক অবামেয়াং। দ্বিতীয়ার্ধেও দুই দলই বেশ কিছু আক্রমণের সুযোগ তৈরি করে। রাফায়েল ভারানের গোলে ২-১ এগোয় রিয়াল। তিন মিনিট বাকি থাকতে আন্দ্রে শুরলের গোল ডর্টমুন্ডকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচায়।

জিনেদিন জিদানের আশা ছিল, হয়তো এই ম্যাচেই আবার দল ফিরবে জয়ের পথে। কিন্তু জেতা ম্যাচ ড্র করায় স্বভাবতই হতাশ ফরাসি কিংবদন্তি। রিয়াল কোচ জিদান বলেন, ‘‘খুব খারাপ লাগছে। এমন নয় আমরা খারাপ খেলেছি। কিন্তু তিন মিনিট বাকি থাকতে ম্যাচ ড্র করায় খুবই খারাপ লাগছে।’’ লা লিগার প্রসঙ্গ টেনে এনে জিদান আরও বলছেন, ‘‘লা পালমার বিরুদ্ধে আমরা মনোযোগ হারিয়েছিলাম। কিন্তু আজ শুরুর থেকে শেষ আমরা কোনও ভুল করিনি। ডর্টমুন্ড অনেক বেশি কাউন্টার করেছে ঠিকই। কিন্তু আমরাও অ্যাওয়ে ম্যাচ আন্দাজে ভালই খেলেছি।’’

মরসুম শুরুর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে, রিয়াল অন্দরমহল নাকি ফুটবলারদের দ্বন্দ্বে জর্জরিত। শেষ তিন ম্যাচে ড্র করার পর প্রশ্ন উঠে গিয়েছে, মাঠের বাইরের রাজনীতি কি মাঠের মধ্যে রিয়াল পারফরম্যান্সের উপর প্রভাব ফেলছে? জিদান সে সব বিতর্ক উড়িয়ে বলছেন, ‘‘দলের ফুটবলাররা পেশাদার। তিনটে ম্যাচ ড্র হয়েছে ঠিকই। কিন্তু এ বার লক্ষ্য থাকবে পরের ম্যাচ থেকে জয়ে ফেরার।’’

গত বারের চ্যাম্পিয়ন রিয়াল আটকে গেলেও, ইউরোপে লেস্টারের রূপকথার সফর চলতেই থাকল। প্রাক্তন চ্যাম্পিয়ন এফসি পোর্তোকে ১-০ হারাল লেস্টার। গোল করলেন স্লিমানি। ম্যাচ শেষে ক্লদিও র‌্যানিয়েরি বলছেন, তিনি ফুটবলারদের সাফ বলে দেন, গত শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-৪ হারের প্রায়শ্চিত্ত পোর্তোকে হারিয়ে করতে হবে। ‘‘ম্যাচ শুরুর আগেই মাহরেজ আর স্লিমানিকে বলেছিলাম আজকে ভাল খেলতে হবে। আরও বেশি আক্রমণ করতে হবে। আমি খুশি দল সেটা করেছে।’’ দু’ম্যাচ খেলে ছ’পয়েন্ট। নিজেদের গ্রুপের শীর্ষে এখন লেস্টার। অন্য ম্যাচে ইংল্যান্ডের আর এক দলও জয় পেল। সিএসকে মস্কোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-০ জিতল টটেনহ্যাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Borussia Dortmund Real Madrid Match Drawn
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE