Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India vs Australia 1956-57

ছ’দশক আগে অস্ট্রেলিয়ার প্রথম ভারত সফর কেমন ছিল?

নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশের পর সামনে এ বার অস্ট্রেলিয়া। প্রথম তিন প্রতিদ্বন্দ্বীকে নাস্তানাবুদ করে হারিয়ে দেশের মাটিতে চার নম্বর সিরিজ খেলতে স্মিথ বাহিনীর মুখোমুখি হবে টিম কোহালি। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে যেন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন বিরাট। ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই ১১ টেস্ট জিতে নজির গড়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৩
Share: Save:
০১ ১০
অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছিল তিন ম্যাচের এই সিরিজ। খেলা হয়েছিল তত্কালীন মাদ্রাজ, বম্বে এবং কলকাতায়।

অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছিল তিন ম্যাচের এই সিরিজ। খেলা হয়েছিল তত্কালীন মাদ্রাজ, বম্বে এবং কলকাতায়।

০২ ১০
ভারতের অধিনায়ক ছিলেন পলি উমরিগড়, অস্ট্রেলিয়ার ইয়ান জনসন।

ভারতের অধিনায়ক ছিলেন পলি উমরিগড়, অস্ট্রেলিয়ার ইয়ান জনসন।

০৩ ১০
তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি খেলা হয়েছিল তত্কালীন মাদ্রাজে। লো স্কোরিং ম্যাচে রিচি বেনো এবং রে লিন্ডওয়ালের দাপটে স্রেফ উড়ে গিয়েছিল ভারত।

তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি খেলা হয়েছিল তত্কালীন মাদ্রাজে। লো স্কোরিং ম্যাচে রিচি বেনো এবং রে লিন্ডওয়ালের দাপটে স্রেফ উড়ে গিয়েছিল ভারত।

০৪ ১০
প্রথম ইনিংসে বেনোর সাত উইকেটের সামনে ১৬১ রানে শেষ হয় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেন রে লিন্ডওয়াল। ভারত প্রথম টেস্ট হারে ইনিংস ও ৫ রানে।

প্রথম ইনিংসে বেনোর সাত উইকেটের সামনে ১৬১ রানে শেষ হয় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেন রে লিন্ডওয়াল। ভারত প্রথম টেস্ট হারে ইনিংস ও ৫ রানে।

০৫ ১০
তত্কালীন বম্বেতে হওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারতীয় ব্যাটিং। কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিটি এই ম্যাচেই করেন গুলাবরাই রামচাঁদ।

তত্কালীন বম্বেতে হওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারতীয় ব্যাটিং। কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিটি এই ম্যাচেই করেন গুলাবরাই রামচাঁদ।

০৬ ১০
রামচাঁদ ছাড়াও বিজয় মঞ্জরেকর, পঙ্কজ রায়, পলি উমরিগড়রা ভাল ব্যাটিং করেছিলেন।

রামচাঁদ ছাড়াও বিজয় মঞ্জরেকর, পঙ্কজ রায়, পলি উমরিগড়রা ভাল ব্যাটিং করেছিলেন।

০৭ ১০
অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন নিল হার্ভে এবং জিম বার্ক। ড্র হয় বম্বে টেস্ট।

অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন নিল হার্ভে এবং জিম বার্ক। ড্র হয় বম্বে টেস্ট।

০৮ ১০
সিরিজের শেষ টেস্টটি হয়েছিল ইডেন গার্ডেন্সে। সিরিজে সমতা ফেরাতে শক্তিশালী অজিদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সিরিজের শেষ টেস্টটি হয়েছিল ইডেন গার্ডেন্সে। সিরিজে সমতা ফেরাতে শক্তিশালী অজিদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি।

০৯ ১০
প্রথম ইনিংসে গুলাম আহমদের ভয়ঙ্কর স্পিনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৭৭ রানে। ৭ উইকেট নেন গুলাম।

প্রথম ইনিংসে গুলাম আহমদের ভয়ঙ্কর স্পিনে নাস্তানাবুদ অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৭৭ রানে। ৭ উইকেট নেন গুলাম।

১০ ১০
জবাবে ব্যাট করতে নেমে সেই বেনো-লিন্ডওয়াল জুটির কাছেই পরাস্ত হয় পঙ্কজ রায়, উমরিগড়দের ভারতীয় ব্যাটিং। ২-০ ফলে অজিদের বিরুদ্ধে প্রথম হোম সিরিজ হারে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে সেই বেনো-লিন্ডওয়াল জুটির কাছেই পরাস্ত হয় পঙ্কজ রায়, উমরিগড়দের ভারতীয় ব্যাটিং। ২-০ ফলে অজিদের বিরুদ্ধে প্রথম হোম সিরিজ হারে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE