Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

তাঁর দলের বেশ কয়েক জন ফুটবলার খেলবেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। কিন্তু এই আইএসএল নিয়ে ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর ঘুম ছুটেছে অন্য কারণে। কী কারণ? শুক্রবার অনুশীলনের পর লাল-হলুদ কোচ বললেন, “আইএসএলে ফুটবলাররা বিভিন্ন কোচের স্ট্র্যাটেজিতে খেলবে।

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০৩:০২
Share: Save:

আইএসএল ফেরতদের নিয়ে চিন্তায় আর্মান্দো

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

তাঁর দলের বেশ কয়েক জন ফুটবলার খেলবেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। কিন্তু এই আইএসএল নিয়ে ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর ঘুম ছুটেছে অন্য কারণে। কী কারণ? শুক্রবার অনুশীলনের পর লাল-হলুদ কোচ বললেন, “আইএসএলে ফুটবলাররা বিভিন্ন কোচের স্ট্র্যাটেজিতে খেলবে। ওরা ফিরতে না ফিরতেই শুরু হয়ে যাবে ফেড কাপ। তার পর আই লিগ। তখন দ্রুত লাল-হলুদের রণকৌশলের সঙ্গে আইএসএল ফেরত ফুটবলারদের খাপ খাওয়াতে হবে। যা একটা বড় চ্যালেঞ্জ আমাদের।” আর্মান্দোর আগামী সপ্তাহ থেকে শুরু হবে ক্রসিং, মুভমেন্ট, ফর্মেশন-সহ টিম কম্বিনেশন ও সেট পিস অনুশীলন। তার আগে শনিবার নিজেদের মাঠে প্রস্তুতি ম্যাচ। এ দিকে, ফুটবলের প্রসারে উত্তরপাড়ায় একটি কোচিং ক্যাম্পের সঙ্গে জুড়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “ফুটবলের প্রসারে জেলা লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করার জন্য সরকারের কাছে আবেদন জানাব আমরা। যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের অনূর্ধ্ব-১৯ দল যেন খেলতে পারে। এর ফলে জেলার বহু খুদে প্রতিভা ও তাদের অভিভাবকদের ফুটবলে উৎসাহ বাড়বে। যার সুবাদে লাভবান হবে বাংলার ফুটবল।”

অভিষেকের আগেই বাটলারের হুঙ্কার

সংবাদ সংস্থা • সাউদাম্পটন

সম্ভাব্য টেস্ট অভিষেকের আটচল্লিশ ঘণ্টা আগে টেনশন আছে, কিন্তু একই সঙ্গে জস বাটলার হুঙ্কার দিয়ে রাখলেন, আগ্রাসী ক্রিকেট খেলা ছাড়া কিছু ভাবছেনই না। ম্যাট প্রায়রের জায়গায় টিমে আসা ২৩ বছরের বাটলার এ দিন বললেন, “রবিবার আমার সামনে খুব বড় পরীক্ষা। তবে আমি ব্যাপারটা উপভোগ করতে চাই। আগ্রাসী ভাবে খেলে রান করতে চাই। আমি এখন ভাল ফর্মে আছি। আমি তৈরি।” প্রসঙ্গত, চোট পাওয়া প্রায়র অনির্দিষ্ট কালের জন্য জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় দু’দিন আগে বাটলারকে দলে নেওয়া হয়। এ দিকে, পাঁচ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে থাকা ভারত লন্ডনে দু’দিন ছুটি কাটিয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়ল এ দিন। অফ ফর্মে থাকা শিখর ধবন এবং বিরাট কোহলি টানা নেটে ব্যাট করলেন। টিম কম্বিনেশন নিয়ে বলতে গিয়ে এ দিন স্টিভ ওয় আবার বলেছেন, “দলে সত্যিকারের অলরাউন্ডার থাকলে পাঁচ বোলার খেলানোর কথা ভাবা যেতেই পারে।”

ক্রীড়ারত্ন পাচ্ছেন সুব্রত, প্রসূনরা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

উত্তর কলকাতা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির তরফে ক্রীড়ারত্ন সম্মান পাচ্ছেন সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রণব গঙ্গোপাধ্যায়, অশোক চট্টোপাধ্যায় এবং সনৎ শেঠ। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সম্মানিত হবেন এই পাঁচ জন। উল্লেখ্য, চলতি বছর মোহনবাগান ক্লাবের ১২৫ বছর এবং এ বারই সবুজ-মেরুনের ঐতিহাসিক শিল্ড জয় পা দিচ্ছে ১০৩ বছরে। সেই উপলক্ষ্যে ২৯ জুলাই মোহনবাগানের আঁতুরঘর শ্যাম পার্ক থেকে সংশ্লিষ্ট সংস্থার এক বর্ণাঢ্য শোভাযাত্রাও উত্তর কলকাতার বিভিন্ন স্থান পরিক্রমা করবে। যা শেষ হবে ফড়িয়াপুকুরে।

ভারতই কঠিনতম: ক্লার্ক

গত বছরের ভারত সফরই তার অধিনায়কত্বের সবচেয়ে কঠিন সময় ছিল বলে স্বীকার করছেন মাইকেল ক্লার্ক। মহেন্দ্র সিংহ ধোনির ভারতের বিরুদ্ধে ০-৪ হারের সেই সিরিজ কম বিতর্কিত ছিল না। তখনকার অস্ট্রেলীয় কোচ মিকি আর্থারের দেওয়া ‘হোমওয়ার্ক’ না করতে পারায় টেস্ট টিম থেকে বাদ গিয়েছিলেন চার জন। ওই সফর নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক ক্লার্ক বলেছেন, “আমার নেতৃত্বের সব থেকে কঠিন সময় ছিল ওই ভারত সফরটা। হোমওয়ার্ক নিয়ে বিতর্ক শুধু নয়, তার আগে বেশ অনেক দিন ধরে নানা রকম ঘটনা ঘটছিল। তবে ওই ঘটনায় আমি কোচকে সমর্থন করি। আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হল, আমার নেতৃত্বাধীন দলটাকে বলা হয়েছিল ভারত সফরে যাওয়া নিকৃষ্টতম অস্ট্রেলিয়া টিম। যার জন্য নিজেকেই নিজে দোষ দিই।”

সানিয়ার সমর্থন

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শোয়েব মালিক এবং টিনো বেস্টের ঝামেলায় স্বামী শোয়েবকে খোলাখুলি সমর্থন করলেন সানিয়া মির্জা। সেন্ট লুসিয়ার হয়ে ব্যাট করতে নেমে শোয়েব বার্বেডোজের বেস্টকে পরপর দুটো বাউন্ডারি মারায় ঝামেলার শুরু। মাঠে কথা কাটাকাটি তো হয়ই, পরে টিম হোটেলেও নাকি ঝামেলা চলতে থাকে দু’জনের। যা নিয়ে সানিয়ার টুইট, ‘ক্রিকেট মাঠে বর্ণবিদ্বেষ? সত্যি অসহ্য। আমি জানি শোয়েব ওকে মারেনি, কিন্তু মনে হচ্ছে মারলেই ভাল হত। টিনো বেস্ট ইডিয়ট!’

সাফল্যের খোঁজে বার্সা

পেপ গুয়ার্দিওলা কোচ থাকার সময় বার্সেলোনা যে সাফল্যের স্বাদ পেয়েছিল, তার খোঁজেই নতুন মরসুম শুরু করবেন বলে জানিয়ে দিলেন বার্সা অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা। গত বছর কোনও বড় ট্রফি না পাওয়া বার্সা এ বার প্রায় নতুন করে সাজছে। কোচ জেরার্দো মার্টিনোর জায়গায় এসেছেন লুই এনরিকে। সই করানো হয়েছে লিভারপুল তারকা লুই সুয়ারেজকেও। “শূন্য থেকে শুরু করছি আমরা। টিমে অনেক বদল হয়েছে, তবে সবাই খুব উত্তেজিত। আমরা আবার ভক্তদের খুশি করতে চাই। ২০০৮-’০৯ মরসুম ফেরাতে চাই,” বলছেন ইনিয়েস্তা।

খুশি হামেস

িক্রশ্চিয়ানো রোনাল্ডোর নতুন সতীর্থ হামেস রদ্রিগেজ প্রচণ্ড খুশি। রিয়াল মাদ্রিদের নতুন তারকা এ দিন বলেছেন, “অনেক দিন থেকেই আমি চাইতাম রিয়ালে আসব। আশা করি এখানে অনেক দিন আনন্দের সঙ্গে কাটাতে পারব।” সঙ্গে আরও যোগ করেছেন, “আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালবাসি, জিততে ভালবাসি। এই ক্লাবে এসেছি প্রচুর ট্রফি জিতব বলে। অপেক্ষা করে আছি কবে ১ অগস্ট আসবে আর ট্রেনিং শুরু করব।” তাঁর নতুন ক্লাব কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়েছেন, ভবিষ্যতের লগ্নি হিসেবে রদ্রিগেজকে সই করিয়েছেন তাঁরা।

ইডেনে হয়তো ওয়ানডে

আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ওয়ান ডে ম্যাচ হতে পারে ইডেনে। এমনই ইঙ্গিত দিয়ে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া বলেছেন, “বহু দিন ইডেনে ওয়ান ডে ম্যাচ হয়নি। আমি নিশ্চিত আসন্ন সিরিজে ইডেনে একটা ওয়ান ডে ম্যাচ হবে।” আজ, শনিবারই বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে ক্রীড়াসূচি।

সাবেয়ায় ‘না’ মারাদোনার

আর্জেন্তিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ আলেজান্দ্রো সাবেয়াকে প্রচণ্ড অপছন্দ দিয়েগো মারাদোনার। আর্জেন্তিনীয় কিংবদন্তি সোজাসুজি বলে দিয়েছেন, “কোচ হিসেবে ওকে আমার পছন্দ নয়। দেশের ফুটবল সংস্থার বিরোধী বলে সিজার লুই মেনোত্তিকে লোকে ভুলেই গিয়েছে।” সাবেয়ার দিকে মারাদোনার আরও বড় তিরটা মেসি-ভিত্তিক। তাঁর মন্তব্য, “সাবেয়ার টিমে মেসি যা খেলেছে, তার চেয়ে পাঁচ গুণ বেশি ভাল খেলত আমার টিমে। প্লিজ বলবেন না যে মেসি এখন টিমকে নিজের আগে রাখে।”

আইএসএলে লিউনবার্গ

ইন্ডিয়ান সুপার লিগের চমক হতে চলেছেন ফ্রেডরিক লিউনবার্গ। বিদেশি ফুটবলারদের পুলে থাকবেন প্রাক্তন সুইডেন তারকা। ৩৭ বছরের উইঙ্গার কেরিয়ার শুরু করেন সুইডেনের ক্লাব হামস্তাদসে। ১৯৯৮-এ আর্সেনালে এসে ক্লাবের হয়ে ৪৬ গোল করা ছাড়াও দুটো প্রিমিয়ার লিগ ও তিনটে এফএ কাপ জিততে সাহায্য করেন লিউনবার্গ। সুইডেনের হয়ে ৭৫ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। লিউনবার্গ বলেন, “অবসর নিলেও জীবনে ফুটবল উন্মাদনা বাঁচিয়ে রাখতে আইএসএলের প্রস্তাবে রাজি হয়েছি।”

চেলসিতে ফিরলেন দ্রোগবা

শেষ বার চেলসি জার্সিতে গোল করেন ২০১২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। সেই চেলসিতেই আবার সই করলেন দিদিয়ের দ্রোগবা। “চেলসি আমার প্রিয় ক্লাব। আমাকে ফিরতেই হত। মোরিনহোর সঙ্গে আবার কাজ করতে পারায় খুব উৎসুক।” ১৫৭ গোল করে চেলসির সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ তিনি। মোরিনহো বলেন, “চেলসির সঙ্গে ওর ইতিহাসের কথা ভেবে দ্রোগবাকে সই করাইনি। ওকে সই করানো হল কারণ দ্রোগবা এখনও বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।”

রাজ সিংহ দুঙ্গারপুর নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর বললেন, “ক্রিকেটার হিসেবে

আমি যে জায়গায় পৌঁছেছি, তাতে রাজ ভাইয়ের বিরাট ভূমিকা।” শুক্রবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE