Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বদলা নেওয়া হল না ভারতের। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার কাছে মঙ্গলবার ২-৪ গোলে হারলেন সর্দার সিংহরা। ভারতের মেয়েরা সোমবারই ১৪-০ উড়িয়ে দিয়েছিল ত্রিনিদাদ ও টোবাগোকে। অতটা ভাল না হলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে ন’নম্বর রমনদীপ সিংহরা ওয়েলসকে (র্যাঙ্কিং ৩১) ৩-১ আর স্কটল্যান্ডকে (২৫) ৬-২ হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গতবার কমনওয়েলথে ফাইনালে ০-৮ হার আর শেষ সাক্ষাতে বিশ্বকাপে ০-৪ হারার শোধ তুলতে পারলেন কোথায় সর্দাররা!

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০১:৫৯
Share: Save:

হকিতে হার ভারতের
সংবাদ সংস্থা • গ্লাসগো


অস্ট্রেলিয়ার কাছে ১-৪ হারার দিনই ভারতের হয়ে শততম
ম্যাচ খেললেন গুরবিন্দর ও মনপ্রীত। ছবি: এএফপি

বদলা নেওয়া হল না ভারতের। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার কাছে মঙ্গলবার ২-৪ গোলে হারলেন সর্দার সিংহরা। ভারতের মেয়েরা সোমবারই ১৪-০ উড়িয়ে দিয়েছিল ত্রিনিদাদ ও টোবাগোকে। অতটা ভাল না হলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে ন’নম্বর রমনদীপ সিংহরা ওয়েলসকে (র্যাঙ্কিং ৩১) ৩-১ আর স্কটল্যান্ডকে (২৫) ৬-২ হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গতবার কমনওয়েলথে ফাইনালে ০-৮ হার আর শেষ সাক্ষাতে বিশ্বকাপে ০-৪ হারার শোধ তুলতে পারলেন কোথায় সর্দাররা! তবে হারলেও সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে যাননি রঘুনাথরা। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও ভারতের শেষ চারে যাওয়ার আশা বজায় থাকবে। যেটা এ দিন অজিদের হারালে নিশ্চিত হয়ে যেতে পারত। প্রথমার্ধেই ১-৩ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। ১৩ মিনিটের মধ্যে অজিরা তিন গোলে এগিয়ে গিয়ে প্রবল চাপে রেখেছিল ভারতীয় ডিফেন্সকে। প্রথমার্ধের শেষ দিকে রুপিন্দর সিংহ ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে আগ্রাসী ভারত উল্টে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। রমনদীপ দলকে এগিয়েও দেন। কিন্তু ক্রিস সিরিএলো নিজের দ্বিতীয় গোল করে ভারতের ম্যাচে ফেরার আশায় আশায় জল ঢেলে দেন।

মইনের উপর নিষেধাজ্ঞা
সংবাদ সংস্থা • সাউদাম্পটন

‘গাজা বাঁচাও’ এবং ‘স্বাধীন প্যালেস্তাইন’ রিস্টব্যান্ড পরে মাঠে নামতে পারবেন না মইন আলি। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করার সময় মইনের রিস্টব্যান্ড প্রচারের আলোয় আসার পরে তার উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি। ম্যাচ রেফারি ডেভিড বুন ইংল্যান্ডের ব্যাটসম্যানকে সতর্ক করে জানিয়ে দিলেন, এই ধরনের ব্যান্ড পরে খেলা আইসিসির পোশাক সংক্রান্ত নিয়মের বিরুদ্ধে। ইংল্যান্ড বোর্ড মইনকে ব্যান্ড পরার অনুমতি দিলেও আইসিসি জানিয়েছে, কোনও ক্রিকেটার এ ধরনের ধর্মীয়, জাতিগত বা রাজনৈতিক বার্তা লেখা পোশাক বা ব্যান্ড পরে খেলতে পারবে না।

দ্রোগবার অনুশীলন

এক দিকে যখন ম্যান ইউতে সূচনা হচ্ছে ফান গল যুগের, চেলসি মজে তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রোগবার প্রত্যাবর্তনে। দ্বিতীয়বারের জন্য ক্লাবে সই করে দ্রোগবা জানিয়ে দিলেন, মোরিনহোর এক ডাকে ক্লাবকে আরও সাফল্য এনে দিতেই এসেছেন তিনি। “আগে যা করেছি তা ইতিহাস। এই মরসুমেও দলকে সাহায্য করতে চাই। যখনই খেলব যেন ভাল করে খেলতে পারি।” দ্রোগবাকে পাশে পেয়ে খুশি মোরিনহোও। ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলে দিলেন, “মনেই হচ্ছে না দ্রোগবা কোনও দিন ক্লাব ছেড়ে গিয়েছিল। মনে হচ্ছে ও ছুটিতে গিয়েছিল। আবার ফিরেছে ক্লাবে।” এ দিন আবার চেলসির প্রাক্ মরসুম অনুশীলনে যোগ দিলেন দ্রোগবা। সেই পুরনো পনেরো নম্বর জার্সিই পরতে চলেছেন আইভরি কোস্টের স্ট্রাইকার।

সরলেন সাবেয়া

ব্রাজিল বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সেটাই করলেন আলেজান্দ্রো সাবেয়া। আর্জেন্তিনার কোচের পদ থেকে সরে গেলেন তিনি। তবে যতই ইঙ্গিত দিন না কেন, সাবেয়ার ইস্তফা দেওয়ার কারণ নিয়ে জল্পনা চলছে। জার্মানির কাছে ফাইনালে হারটা হজম করতে না পেরেই সরে দাঁড়ালেন ৫৯ বছর বয়সি কোচ, বলছেন কেউ কেউ। অনেকে আবার বলছেন কারণটা স্বাস্থ্যজনিত। সেপ্টেম্বরের গোড়ায় জার্মানির বিরুদ্ধে ফ্রেন্ডলি দিয়ে আগামী বছর কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করবেন লিও মেসিরা। তার আগেই নতুন কোচ ঠিক হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে মেসিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হোসে পেকেরম্যান আর জেরার্ডো মার্টিনো।

ফান গলের কটাক্ষ

প্রাক্ মরসুমে এখনও অপরাজিত থাকলেও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভারসাম্যহীন বলে দিলেন লুই ফান গল। কোচের কটাক্ষ, “সাফল্য পেলেই সবাই ভাবে দলটা খুব ভাল ছিল। সত্যি বলতে আমি একটা ভাঙা দল পেয়েছি। যেটাকে ধীরে ধীরে গড়তে হচ্ছে।” সোমবার যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন পৌঁছে স্যর অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দেখা করবেন ম্যান ইউয়ের ডাচ কোচ। তবে ম্যান ইউর কিংবদন্তি কোচের হটসিটে বসে কোনও রকম ভয় পাচ্ছেন না ফান গল। বরং তিনি তৈরি কেরিয়ারের আর এক চ্যালেঞ্জ নিতে।

মালিঙ্গার সিদ্ধান্ত

সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে লাসিথ মালিঙ্গা খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। শ্রীলঙ্কা বোর্ড চাইছিল ঘরোয়া দল সাউদার্ন এক্সপ্রেসের হয়েই এই টুর্নামেন্টে নামুন মালিঙ্গা। যে টিমকে তিনি নেতৃত্ব দিয়ে ঘরোয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু রাজি হননি মালিঙ্গা। শ্রীলঙ্কা বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনাতেই নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE