Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ক্রিকেট টিম না পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবরের গেমসে ভারতের পুরুষ বা মহিলা, কোনও টিমই অংশ নেবে না।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০২:৫১
Share: Save:

এশিয়ান গেমস নিয়ে সরব অঞ্জুমরা

সংবাদ সংস্থা • দুবাই

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ক্রিকেট টিম না পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবরের গেমসে ভারতের পুরুষ বা মহিলা, কোনও টিমই অংশ নেবে না। ভারতই একমাত্র এশীয় টেস্ট খেলিয়ে দেশ যারা এশিয়ান গেমসে নেই। পাকিস্তান শুধু মেয়েদের দল পাঠালেও শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুই বিভাগেই খেলবে। এশিয়ান গেমসের সময় ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চলাটা পুরুষদের টিম না পাঠানোর কারণ হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে চারটে আইপিএল টিম খেলবে, সুতরাং প্রচুর ক্রিকেটারই সেখানে ব্যস্ত থাকবেন। কিন্তু মহিলা টিম না পাঠানোর সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেটা পরিষ্কার নয়। বিশেষ করে যখন সেই সময় তাদের কোনও টুর্নামেন্ট নেই। বোর্ড সূত্রের খবর, মেয়েদের টিমকে পাঠানো নিয়ে বোর্ডের বৈঠকে কোনও আলোচনাও হয়নি। যা নিয়ে সরব হয়েছেন ভারতীয় মেয়েদের টিমের দুই প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি ও অঞ্জুম চোপড়া। “এশিয়ান গেমসে পদক শুধু আর্থিক পুরস্কারই আনত না, সম্মানও দিত। এটা থেকেই বোঝা যাচ্ছে যে, ভারতীয় বোর্ড মেয়েদের ক্রিকেট নিয়ে একেবারেই চিন্তিত নয়,” বলেছেন ডায়না। অঞ্জুমের মন্তব্য, “এশিয়ান গেমস শুধু নয়, মেয়েদের টিমের জন্য এখন যে কোনও আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। মেয়েদের ক্রিকেটের প্রথম ছ’টা টিমের মধ্যে ভারতই গত কয়েক বছরে সবচেয়ে কম ম্যাচ খেলেছে। আমাদের চেয়ে খেলার মানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাও বেশি ম্যাচ পাচ্ছে।”

সেজে উঠছে ঘর, সোমবার দায়িত্ব নেবেন সৌরভ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সিএবি যুগ্মসচিবের দায়িত্ব নিতে শুক্রবার দুপুরে শহরে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন তিনি। পরের দিনই ইংল্যান্ডে রওনা হয়ে যাবেন ভারতের পরবর্তী টেস্ট ম্যাচের টিভি ধারাভাষ্যের জন্য। দুপুরে বাড়ি ফিরে জানালেন, “এই তো সবে এলাম। সিএবিতে যাই। সবার সঙ্গে কথা বলি। তার পর ঠিক করা যাবে কী হবে না হবে।” এ দিন থেকেই অবশ্য ক্লাবহাউসে যে ঘরে বসবেন সৌরভ, সেই ঘরে প্রস্তুতি শুরু হয়ে গেল। অপর যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানালেন, “সোমবার দুপুরে সিএবি-তে এসে যোগ দেবে সৌরভ। আমাদের এই কথাই জানিয়েছে ও।” বার্ষিক সাধারণ সভার পর এ দিনই সিএবি-র পদাধিকারীরা যে যাঁর দায়িত্ব নেন। কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানান, “বহু বছর হল আমরা রঞ্জি ট্রফি আনতে পারিনি। এ বার আমাদের সেই অধরা স্বপ্ন পূরণ করতে হবে। এ ছাড়া জেলায় ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজও করতে হবে।”

কবাডিতে ফের জয় কলকাতার

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রো-কবাডি লিগে প্রথম ম্যাচে হারলেও পর দু’ম্যাচে জয় পেল কলকাতার দল বেঙ্গল ওয়ারিয়র্স। এ দিন দ্বিতীয় ম্যাচে পুণের দল পুণেরি পল্টনসকে হারাল নীলেশ শিন্দের দল। ম্যাচের ফল ৩৮-৩৫। অন্য ম্যাচে পটনা পাইরেটস একই ব্যবধানে হারাল তেলুগু টাইটান্সকে। পুণেরি পল্টনের বিরুদ্ধে অভিনব দৃশ্য দেখল স্টেডিয়াম। দু’দলে দুই জার্সিতে মুখোমুখি হয়েছিলেন হুগলির চন্দননগরের দুই ভাইরামকুমার ও শ্যামকুমার শ। অন্য ম্যাচে তেলুগু টাইটান্সের হয়ে নেমেছিলেন পাকিস্তান কবাডি টিমের অধিনায়ক আতিফ ওয়াহিদ। তাঁর মন্তব্য, “এশিয়াডের আগে প্রো-কবাডি প্রস্তুতি বাড়াতে সাহায্য করবে।”

রাজ্য মিটে নতুন রেকর্ড চন্দনের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রাজ্য অ্যাথলেটিক্সে আবার নতুন রেকর্ড গড়লেন চন্দন বাউরি। অনূর্ধ্ব ১৮ বিভাগে পুরুষদের দু’শো মিটার দৌড়ে ২১.৪০ সেকেন্ড সময় করলেন বাংলার এই প্রতিশ্রুতিমান অ্যাথলিট। রাজ্য অ্যাথলেটিক্স মিটের দ্বিতীয় দিনে সাইতে সব মিলিয়ে মোট ন’টি নতুন রেকর্ড হল। চন্দন বাউরি ছাড়াও সাইয়ের ট্র্যাকে শুক্রবার যাঁরা একাধিক নতুন রেকর্ড গড়লেন তাঁরা হলেন, শশীভূষণ সিংহ, জইদুল ইসলাম, দেবার্জুন মুর্মু, সত্যজিৎ সোরেন, সুরভি বিশ্বাস, ভৈরবী রায়, পীযূষ কান্তি বান্ডো এবং কৃষ্ণা রায়।

জাতীয় দলের কোচ শিলিগুড়ির রূপা

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ভারতীয় ক্যারাটে দলের কোচ হলেন শিলিগুড়ির মেয়ে রূপা শীল। আগামী ৪-১০ অগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে চলা ১৪ তম একেএফ ক্যাডেট, জুনিয়র এবং অনূর্ধ্ব ২১ প্রতিযোগিতায় তিনি ভারতীয় দলকে প্রশিক্ষণ দেবেন। রূপাদেবী জানান, ১০ জনের একটি দল ভারত থেকে যাচ্ছে। তাঁকে সেই দলের কোচ হিসেবে নির্বাচন করে ক্যারাটে অসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। ৩ তারিখ তিনি রওনা হবেন। একাধিবার জাতীয় চ্যাম্পিয়ন রূপাদেবী তিনবার ব্ল্যাকবেল্ট বিজয়ী। শিলিগুড়ির একাধিক স্কুলে প্রশিক্ষণ দেন তিনি।

পর্বতাভিযান

রামজাক শৃঙ্গ অভিযানে যাচ্ছে ‘হাওড়া ডিস্ট্রিক মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’। এ বার ১৭ জন সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। হিমাচল প্রদেশের অবস্থিত রামজাক শৃঙ্গটির উচ্চতা ৬৩১৮ মিটার। প্রতি বারের মতো এ বারও তাঁরা সঙ্গে নিয়ে যাচ্ছেন পাহাড়ের প্রত্যন্ত গ্রামের শিশুদের জন্য পাঠ্যপুস্তক। স্বরাজ ঘোষের নেতৃত্বে এই দলে থাকছেন অভ্রজিৎ চট্টোপাধ্যায়, সুব্রত বন্দ্যোপাধ্যায়, কিরণ মুখোপাধ্যায়, দেবব্রত ভট্টাচার্য, উৎপল সেন, সুরজিৎ ঘোষ, জয়ন্ত মণ্ডল, প্রিতম মেয়ুর, সুব্রত আদক, অঞ্জন দুলুই প্রমুখ। ৪ অগস্ট এই অভিযান শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE