Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ক্রিকেটের পিচে যুবরাজ সিংহকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছেন ট্র্যাকের সম্রাট উসেইন বোল্ট। একটি বাণিজ্যিক সংস্থার উদ্যোগে ২ সেপ্টেম্বর চিন্নাস্বামী মাঠে অভিনব এই ম্যাচ হতে চলেছে। ২৮ বছরের জামাইকান স্প্রিন্টার ফুটবল ভক্ত হওয়ার পাশাপাশি ক্রিকেটও খুব ভালবাসেন। আইপিএলে পেসার হিসেবে খেলতেও চেয়েছিলেন। তাঁর গতির চ্যালেঞ্জ যুবরাজ সামলাতে পারেন কি না, সেটাই দেখার।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:৪৭
Share: Save:

বাইশ গজে মুখোমুখি বোল্ট-যুবি
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

ক্রিকেটের পিচে যুবরাজ সিংহকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছেন ট্র্যাকের সম্রাট উসেইন বোল্ট। একটি বাণিজ্যিক সংস্থার উদ্যোগে ২ সেপ্টেম্বর চিন্নাস্বামী মাঠে অভিনব এই ম্যাচ হতে চলেছে। ২৮ বছরের জামাইকান স্প্রিন্টার ফুটবল ভক্ত হওয়ার পাশাপাশি ক্রিকেটও খুব ভালবাসেন। আইপিএলে পেসার হিসেবে খেলতেও চেয়েছিলেন। তাঁর গতির চ্যালেঞ্জ যুবরাজ সামলাতে পারেন কি না, সেটাই দেখার।

ল্যাম্পার্ডের অবসর

অ্যাশলি কোল ও স্টিভন জেরারের পরে আর এক ইংরেজ ফুটবলার বিদায় জানালেন আন্তর্জাতিক মঞ্চকে। দেশের জার্সিতে ১০৬-টা ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ১০ অক্টোবর ১৯৯৯-তে বেলজিয়ামের বিরুদ্ধে অভিষেক হয় ‘সুপার ফ্র্যাঙ্কের’। ইউরো ২০০৪ খেলা ছাড়াও তিনটে বিশ্বকাপে খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ২৯ গোল করেছেন।

সাইনার জয়, কাশ্যপের বিদায়

দু’বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল বিশ্ব ব্যাডমিন্টনে তৃতীয় রাউন্ডে উঠলেও, সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পারুপল্লি কাশ্যপ ছিটকে গেলেন। মেয়েদের সপ্তম বাছাই সাইনা প্রথম রাউন্ড ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে ২১-১১, ২১-৯ হারিয়েছেন রাশিয়ার নাতালিয়া পেরমিনোভাকে। কাশ্যপ কিছুটা অপ্রত্যাশিত ভাবে হেরেছেন জাার্মনির ডিয়েটের ডোমকের কাছে ২৬-২৪, ১৩-২১, ১৮-২১।

ভিসা পেলেন রজতরা

ভিসা সমস্যায় মঙ্গলবার মাদ্রিদ যাওয়া হল না আটলেটিকো দে কলকাতার দ্বিতীয় ব্যাচের। তবে দুপুরেই চলে এল সুখবর। টিম সূত্রে খবর, মাদ্রিদের মেয়র টেলিফোনে দিল্লির স্পেন দূতাবাসে অনুরোধ করায় মিলেছে রাকেশ মাসিদের ভিসা। বৃহস্পতিবারই ম্যানেজার রজত ঘোষ দস্তিদারের সঙ্গে শহর ছাড়ছেন সঞ্জু প্রধানরা। তবে এ দিনই কলকাতা লিগের ম্যাচে অর্ণব মণ্ডল চোট পাওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ম্যানেজার রজত বলছেন, “আগে জানতে হবে অর্ণবের চোটের অবস্থা। যদি ও ডার্বিতে না খেলতে পারে তা হলে বৃহস্পতিবারই ওকে নিয়ে যাব আমরা।”

ফুজা চান ধারাবাহিকতা

মহমেডানের পাখির চোখ এখন একটাই--- কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া। তেত্রিশ বছর আগে শেষবার কলকাতা লিগ জিতেছিল মহমেডান। ফের সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তার জন্য বাকি ম্যাচগুলো জিততে হবে ফুজা তোপের টিমকে। সাদা-কালো জার্সির সমস্যা হল, তাদের খেলায় বরাবরই ধারাবাহিকতার অভাব। খেতাবের লড়াইয়ে থাকতে হলে আজ বারাসতে এরিয়ানের বিরুদ্ধে জিততেই হবে মহমেডানকে। তিন পয়েন্ট পেলে ফুজা তোপের দল আপাতত লিগের শীর্ষে চলে যাবে। তাদের বসন্ত সিংহের অবশ্য ডেঙ্গি হয়েছে। কোচ ফুজা বললেন, “টিমে আত্মতুষ্টি যাতে না ঢোকে সেই চেষ্টা করতে হবে।”

এশিয়াডে নেই বিজেন্দ্র

চোটের জন্য ইনচিওন এশিয়ান গেমস থেকে নাম তুলে নিলেন বিজেন্দ্র সিংহ। ৭৫ কেজি বিভাগে তিনিই ছিলেন ভারতের সেরা বাজি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নাকে চোট পেয়েছিলেন বিজেন্দ্র। সেই চোট এখনও সারেনি। ২৮ বছরের বিজেন্দ্র এ দিন পাতিয়ালায় জাতীয় ট্রায়ালেও যাননি। প্রসঙ্গত বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন বিজেন্দ্র।

অন্য খেলায়

বি এম চট্টরাজ স্মৃতি টিটি চ্যাম্পিয়নশিপ (স্টেজ-টু ) ১৩-১৪ সেপ্টেম্বর ভবানীপুর ব্যায়াম সঙ্ঘে। পরিচালনায় দক্ষিণ কলকাতা জেলা টিটি সংস্থা। যোগদানের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE