Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

অবশেষে সচিনভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে। ৬ নভেম্বর প্রকাশিত হবে ভারতীয় ক্রিকেটের সেরা তারকার আত্মজীবনী। সচিন নিজেই তাঁর ভক্তদের এই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়া মারফত। মঙ্গলবার দুপুরে সচিন টুইটারে তাঁর বইয়ের প্রচ্ছদের ছবি পোস্ট করে জানিয়ে দেন, “আমার আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’ ৬ নভেম্বর থেকে পাওয়া যাবে।”

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০৩
Share: Save:

সচিনের আত্মজীবনী আসছে ৬ নভেম্বর
নিজস্ব প্রতিবেদন

অবশেষে সচিনভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে। ৬ নভেম্বর প্রকাশিত হবে ভারতীয় ক্রিকেটের সেরা তারকার আত্মজীবনী। সচিন নিজেই তাঁর ভক্তদের এই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়া মারফত। মঙ্গলবার দুপুরে সচিন টুইটারে তাঁর বইয়ের প্রচ্ছদের ছবি পোস্ট করে জানিয়ে দেন, “আমার আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’ ৬ নভেম্বর থেকে পাওয়া যাবে।” এ দিন প্রকাশক সংস্থার পক্ষ থেকেও সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় এই খবর। আত্মজীবনী নিয়ে সচিনের মন্তব্যও প্রকাশ করে তারা। ভারতরত্ন বলেছেন, “ক্রিকেটের মতোই নিজের কথা লিখতে গেলেও যে আমাকে পুরোপুরি সততার সঙ্গে তা করতে হবে, তা জানতাম। এ জন্য আমাকে অনেক অজানা ঘটনার কথা বলতে হবে, যা এর আগে কখনও কাউকে জানাইনি।” বইটির সহলেখক ক্রিকেট ঐতিহাসিক ও সাংবাদিক বোরিয়া মজুমদার।

চলে গেলেন প্রবীণতম টেস্ট ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদন


ব্রায়ান লারার সঙ্গে নর্ম্যান গর্ডন।

জীবনের ইনিংসে ১০৩ রান করার পর ক্রিজ ছেড়ে চলে যেতে হল নর্ম্যান গর্ডনকে। দীর্ঘদিন রোগভোগের পর সোমবার মাঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট কিংবদন্তি। ক্রিকেট বিশ্বের প্রবীণতম ক্রিকেটার। তাঁর দীর্ঘদিনের বন্ধু ও প্রাক্তন টেস্ট ক্রিকেটার আলি বাখার গর্ডনের মৃত্যু সংবাদ দিয়ে বলেন, “হিলব্রোয় নিজের ফ্ল্যাটেই মারা গেলেন তিনি। গত ষাট বছর ধরে এখানেই বসবাস করতেন নর্ম্যান।” ১৯৩৮-৩৯-এর মরসুমে নরম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টেস্ট খেলেছিলেন। ১৯৩৯-এর মার্চে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘টাইমলেস’ টেস্টের শেষ জীবিত প্রতিনিধি ছিলেন তিনিই। সেই ঐতিহাসিক টেস্ট দশ দিন চলার পরও অমীমাংসিত ভাবে শেষ হয়। সেই ম্যাচের শেষ ওভারটি করছিলেন নর্ম্যানই। দেশে ফেরার জাহাজ ধরার তাড়ায় সেই ম্যাচ শেষ করতে বাধ্য হন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আট বলের ওভার হত তখন। নর্ম্যান সেই ম্যাচে একাই ৯২ ওভার ও দু’বল করেছিলেন। সব মিলিয়ে ৭৩৮ বল। যা একই টেস্টে একজন বোলারের সবচেয়ে বেশি বল করার নজির হয়ে রয়েছে। তাঁর ‘জেল’ লাগানো পেতে আঁচড়ানো চুলের জন্য নর্ম্যানকে অনেকে ‘মোবিল’ বলে ডাকতেন।

দি মারিয়াকে ছাড়া ভাল খেলব কী করে, প্রশ্ন রোনাল্ডোর
নিজস্ব প্রতিবেদন

সতীর্থকে হারিয়ে ক্ষুব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এতটাই অসন্তুষ্ট যে রিয়াল মাদ্রিদের মহাতারকা প্রশ্ন তুলে দিলেন, কোন যুক্তিতে দলের এত গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাঁটাই করে দিচ্ছে ক্লাব? কারও নাম না করলেও সিআর সেভেনের ইঙ্গিত খুব স্পষ্ট। হালফিলে অ্যাঞ্জেল দি মারিয়া এবং জাবি আলোন্সোকে অন্য ক্লাবে বিক্রি করার সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। সিআর সেভেনের বিস্ফোরণ, “দি মারিয়া আর জাবি আমাদের দলের অন্যতম অস্ত্র ছিল। ওদের ছেড়ে দিয়ে এ বার দল ভাল খেলবে কী করে, সেটা বুঝতে পারছি না।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি এটা নিয়ে নিজের মতামত দিলে হয়তো পরের দিন দৈনিকগুলোর প্রথম পাতায় চলে আসব। তবে ক্লাবের প্রেসিডেন্ট যদি মনে করেন দলের পক্ষে এটা ভাল হল, তা হলে আমি বলার কে?” গত বছর মেসুট ওজিলকে বিক্রি করার কথা প্রকাশ্যে আসার পর ক্লাব ছাড়ার হুমকি দিয়েছিলেন সিআর সেভেন। দি মারিয়া নিয়েও তিনি সমান আক্রমণাত্মক। ক্লাব সূত্রের খবর, রোনাল্ডো নাকি লিখিত আবেদন জানিয়েছিলেন ফিওরেন্তিনো পেরেজকে। বলেছিলেন, দি মারিয়াকে যেন বিক্রি না করা হয়। ক্লাব সেই আবেদন অগ্রাহ্য করায় নতুন করে নাকি কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন রিয়ালের পর্তুগিজ মহাতারকা। চোট থাকায় রিয়াল সোসিয়েদাদ ম্যাচ মাঠের বাইরে বসেই দেখতে হয় রোনাল্ডোকে। কিন্তু ক্লাবের সঙ্গে বিবাদের মাঝেও সিআর সেভেন জানিয়ে দিলেন, চোট থেকে ফিরে আসার লড়াইয়ে দৌড় শুরু করেছেন। বলেন, “দৌড়নোর সময় কোনও অসুবিধা হচ্ছে না। আমি নিশ্চিত এক সপ্তাহের মধ্যেই একশো শতাংশ ফিট হয়ে যাব।”

জিতেও ঝুলনদের দুর্দশা চলছেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ইংল্যান্ডে ভারতীয় দল যখন ওয়ান ডে সিরিজ জিতছে, তখন বোর্ডের কাছে আর এক ভারতীয় দলের হয়ে আর্জি পেশ করলেন ঝুলন গোস্বামী। ঝুলন চান, বোর্ড অন্তত তাঁদের একটা সূচি দিক। যাতে প্রস্তুতিটা ঠিকঠাক নেওয়া যায়। ভারতীয় ক্রিকেটে ঝুলনদের অবস্থান মহেন্দ্র সিংহ ধোনিদের একদম বিপরীত। সূচি তো জোটেই না, ভারতের হয়ে খেলে ম্যাচ ফি-ও পান না ঝুলনরা। পাওয়া যায়, ট্যুর ফি। যা ধরাবাঁধা এক লক্ষ টাকা। সিরিজে পাঁচটা ম্যাচ খেললেও এক লক্ষ, একটা খেললেও। টিমের স্পনসর নেই। গ্রেডেশন নেই। ঘরোয়া ক্রিকেট থেকেও এক-একটা ফর্ম্যাট তুলে দেওয়া হচ্ছে। এ বার টি-টোয়েন্টি নেই। সিনিয়র টিমের পরে একটাই টিম, অনূর্ধ্ব ১৯। “আমি শুধু সূচির কথা বলছি। এমনিতে সফরের আগে শিবির হয়। সেটা টিমের পক্ষে ভাল, কিন্তু ব্যক্তির প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট নয়,” এ দিন সিএবিতে বলেন ঝুলন। আট বছর বাদে যেমন তাঁদের টেস্ট খেলতে হল। লর্ডসে যে টেস্টে ইংল্যান্ডকে হারান ঝুলনরা। প্রাক্তন ভারত অধিনায়ক বলছিলেন, “বিশ্বকাপে যারা খেলবে, তাদের যেন আগে ৩০-৩৫টা ম্যাচ দেওয়া হয়।”

এফসি গোয়ার কোচ জিকো
নিজস্ব প্রতিবেদন

ইন্ডিয়ান সুপার লিগের মুকুটে আর একটি পালক। এফসি গোয়ার কোচ হয়ে আসছেন ব্রাজিলীয় কিংবদন্তি জিকো। মঙ্গলবার গোয়ার ফ্র্যাঞ্চাইজি-র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার জিকো আমাদের ফ্র্যাঞ্চাইজির কোচ হতে রাজি হয়েছেন।” মঙ্গলবারই রিও ডি জেনেইরোয় তিনি চুক্তিতে সই করেছেন বলে জানান এফসি গোয়ার কর্তারা। কয়েক দিনের মধ্যেই তাঁরা ব্রাজিলে যাবেন জিকোর ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র দিতে। যত তাড়াতাড়ি সম্ভব ব্রাজিলের হয়ে ৭১টি ম্যাচে প্রতিনিধিত্ব করা এই প্রাক্তন ফুটবল তারকাকে ভারতে নিয়ে আসতে চান তাঁরা। ফ্র্যাঞ্চাইজির তিন প্রধান কর্ণধার শ্রীনিবাস ডেম্পো, বেণুগোপাল ধুত ও দত্তারাজ সালগাওকর ব্রাজিলের জার্সি গায়ে ৫২ গোলের নায়ক জিকোকে তাঁদের চুক্তিতে সই করাতে পেরে বেশ খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE