Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

মাঠের ভিতরে তো বটেই মাঠের বাইরেও ঝকঝকে চেন্নাইয়ান এফসি! মার্কো মাতেরাজ্জির পরে এ বার ইতালির আর এক কিংবদন্তি ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তাকেও তুলে নেওয়ার পথে অভিষেক বচ্চনের টিম। সব ঠিকঠাক চললে, এসি মিলানের প্রাক্তন ফুটবলার চেন্নাইয়ানে যোগ দিচ্ছেন ৫ ডিসেম্বর। ব্যাঙ্ককে ‘লেজেন্ড’ ম্যাচ খেলার পরেই।

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০৩:৩০
Share: Save:

নেস্তা হয়তো চেন্নাইয়ানে

নিজস্ব প্রতিবেদন

মাঠের ভিতরে তো বটেই মাঠের বাইরেও ঝকঝকে চেন্নাইয়ান এফসি! মার্কো মাতেরাজ্জির পরে এ বার ইতালির আর এক কিংবদন্তি ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তাকেও তুলে নেওয়ার পথে অভিষেক বচ্চনের টিম। সব ঠিকঠাক চললে, এসি মিলানের প্রাক্তন ফুটবলার চেন্নাইয়ানে যোগ দিচ্ছেন ৫ ডিসেম্বর। ব্যাঙ্ককে ‘লেজেন্ড’ ম্যাচ খেলার পরেই। নেস্তাকে টিমে নেওয়া হচ্ছে চেন্নাইয়ানের কলম্বিয়ান স্ট্রাইকার ভ্যালেন্সিয়া মেন্ডোজার বদলে। পুণে এফসি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে যিনি আইএসএল থেকে ছিটকে গিয়েছেন। নেস্তা খেলতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য সরকারি ভাবে কিছু জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে নেস্তা যদি শেষ পর্যন্ত খেলতে রাজি হন, তা হলে তাঁর উপস্থিতি যে আইএসএল-কে অন্য উচ্চতায় পৌঁছে দেবে, তাতে কোনও সন্দেহ নেই। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক বলে কথা! নেস্তার বৈশিষ্ট হল শৈল্পিক ট্যাকল ও নিখুঁত ম্যান মার্কিং। সেরি-আ-তে চার বারের সেরা ডিফেন্ডার নেস্তা চার বারের বার্ষিক উয়েফা টিমের সদস্যও। ফিফার শতবর্ষপূর্তি অনুষ্ঠানে (’০৪) ১২৫ জন সর্বশ্রেষ্ঠ ফুটবলারের তালিকাতেও ছিলেন তিনি। নেস্তাকে শেষ বার খেলতে দেখা যায় মেজর লিগ সকারে মনট্রিয়াল ইম্প্যাক্ট টিমে।

এ এন ঘোষে চাকিং, রিপোর্ট পেল সিএবি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এ এন ঘোষ ট্রফিতে কয়েক জন বোলারের সন্দেহজনক অ্যাকশনের রিপোর্ট পেল সিএবি। এ দিন টুর্নামেন্ট কমিটির বৈঠকে তাই সিদ্ধান্ত হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মতো বোলিং অ্যাকশন শোধরানোর টেকনিক্যাল ইউনিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। যাতে অভিযুক্ত ক্রিকেটারদের অ্যাকশন শোধরানোর কাজটা এখানেই করা যায়। রাজ্যের বাইরে যেতে না হয়। চলতি মরসুম শুরু হওয়ার আগে ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে এ বার কড়া পদক্ষেপ নেবে সিএবি। এ দিন টুর্নামেন্ট কমিটির বৈঠকে যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে এ নিয়ে আলোচনা হয়েছে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুব্রত সরকার বুধবার বলেন, “এ এন ঘোষে সন্দেহজনক বোলিংয়ের রিপোর্ট এসেছে। তাই এখানে এনসিএ-র মতো কোনও ইউনিট গড়ে তোলার ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি।” এ ছাড়া বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে প্রথম ডিভিশন ১০ ডিসেম্বর থেকে, দ্বিতীয় ডিভিশন ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

গোয়ার দাপট

সংবাদ সংস্থা • ফাতোরদা

মিরোস্লাভ স্লেপিচকার জোড়া গোলে বুধবার আইএসএলে এফসি গোয়া ৩-০ হারাল কেরল ব্লাস্টার্সকে। গোয়ার আর একটি গোল আন্দ্রে সান্তোসের। দ্বিতীয়ার্ধে এই দু’জনের ১৬ মিনিটের ঝড়েই ম্যাচের দখল নেয় গোয়া। তাদের পয়েন্ট ১১ ম্যাচে ১৫। পয়েন্ট টেবলে তারা তিন নম্বরে। সমসংখ্যক ম্যাচে কেরল ব্লাস্টার্সের পয়েন্টও ১৫। তবে গোল পার্থক্যে কেরল পিছিয়ে থাকায় তারা এখন চার নম্বরে।

সোমকের ড্র

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সর্বভারতীয় ওপেন ফিডে দাবা টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই আটকে গেলেন শীর্ষবাছাই আইএম সোমক পালিত (২৪২২)। রেটিংয়ে অনেক পিছনে থাকা অম্বরিশ শর্মার (১৬০৪) কাছে। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি আয়োজিত টুর্নামেন্ট বুধবার শুরু হল আইসিসিআরে। আট রাজ্যের ১৩৯ দাবাড়ু অংশ নিচ্ছেন।

জয়ী কালীঘাট, টাউন, শ্যামবাজার

এ এন ঘোষ ট্রফিতে দু’দিনেই জিতে গেল টাউন, শ্যামবাজার আর কালীঘাট ক্লাব। বুধবার ইডেন গার্ডেন্সে ওয়াইএমসিকে ৮ উইকেটে হারায় টাউন। টাউনের নীলাভ দেবনাথ ৪-১৭। ইস্টার্ন রেলের বিরুদ্ধে শ্যামবাজার ইনিংস ও ১৩০ রানে জয়ী। শ্যামবাজারের সুমিত মোহান্ত ৪-৩৯। দেশবন্ধু পার্কে কালীঘাট ইনিংস ও ৩৮ রানে হারায় বিএনআরকে। সেঞ্চুরি করেন সন্দীপন দাস (১১২ ন.আ) ও সুদীপ চট্টোপাধ্যায় (১০৭)। ভিশন ২০২০-র প্রথম ইনিংসে ২৬৪-৮ জবাবে ভবানীপুর ২২৫। দ্বিতীয় ইনিংসে ৩৯-০ ভিশন ২০২০।

অন্য খেলায়

• লরেটো আর ইস্টবেঙ্গল মিলে পাশে দাঁড়াল প্রতিবন্ধীদের। ৫০০ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃতও করা হল।

• প্রয়াত প্রাক্তন ফুটবলার পদ্ম মিত্রের স্মরণসভা আজ বৃহস্পতিবার, ভেটারেন্স ক্লাবে বিকেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE