Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মোরিনহোর ম্যান ইউকে চার গোল দিল চেলসি

সোমবারই ঘটা করে পঞ্চাশতম জন্মদিন পালন করার পরিকল্পনা রয়েছে চেলসির রুশ ধনকুবের মালিক রোমান আব্রামোভিচের। আর তার আগের দিনই ইংলিশ প্রিমিয়ার লিগে মরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে যে ভাবে এক তরফা ম্যাচে হারাল তাঁর টিম, তাতে বার্থডে পার্টির বহর হঠাৎ না বেড়ে যায়।

স্মৃতি জড়ানো স্ট্যামফোর্ড ব্রিজ থেকে লজ্জা নিয়ে ফিরছেন মরিনহো। ছবি: এপি

স্মৃতি জড়ানো স্ট্যামফোর্ড ব্রিজ থেকে লজ্জা নিয়ে ফিরছেন মরিনহো। ছবি: এপি

লন্ডন শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৩:৫৪
Share: Save:

সোমবারই ঘটা করে পঞ্চাশতম জন্মদিন পালন করার পরিকল্পনা রয়েছে চেলসির রুশ ধনকুবের মালিক রোমান আব্রামোভিচের। আর তার আগের দিনই ইংলিশ প্রিমিয়ার লিগে মরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে যে ভাবে এক তরফা ম্যাচে হারাল তাঁর টিম, তাতে বার্থডে পার্টির বহর হঠাৎ না বেড়ে যায়।

ফুটবল দুনিয়া জানে আব্রামোভিচ আর মরিনহোর শীতল সম্পর্কের কথা। আর সেই ম্যাচেই কি না চেলসির অন্যতম সফল কোচ বধ চেলসির কাছেই।

ছুটির দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই বিখ্যাত ফুটবল মগজের লড়াই ছিল স্ট্যামফোর্ড ব্রিজে—জোসে মরিনহো বনাম আন্তোনিও কন্তে। দুই মহা কোচের দ্বৈরথে পর্তুগিজ কোচকে হারিয়ে শেষ হাসিটা হাসলেন ইতালিয়ান কন্তেই। ঘরের মাঠে এ দিন মরিনহোর ম্যা়ঞ্চেস্টার ইউনাইটেডকে কন্তের চেলসি হারাল ৪-০। প্রথম মিনিট থেকে সত্তর মিনিট পর্যন্ত নীল জার্সির দাপটে খুঁজে পাওয়া যায়নি রেড ডেভিল-দের।

প্রথম মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে দেন রদ্রিগেজ পেদ্রো। এর কিছু পরেই গ্যারি কাহিলের গোল। বিরতিতে ২-০ পিছিয়ে গিয়েছিলেলন পোগবারা। কিন্তু তার পরেও ম্যাচে ফিরে আসার বদলে দ্বিতীয়ার্ধেও কুঁকড়ে থাকতে দেখা গিয়েছে তাঁদের। উল্টে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান ৪-০ করে দেন এডেন হ্যাজার্ড এবং এনগলো কাঁতে। গত সপ্তাহেই ইউরোপা লিগে ঝলমল করছিল মরিনহোর ম্যান ইউ। কিন্তু ইপিএলে এই ফলের পর স্বভাবতই মুখে কুলুপ এঁটেছেন ম্যান ইউ কোচ। প্রশ্ন উঠে গিয়েছে ‘স্পেশ্যাল ওয়ান’-এর স্পেশ্যালিটি নিয়েই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manchester United Chelsea EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE