Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কার্লোসের টিম জিতল

আবারও ব্যর্থ ইলানো। সঙ্গে তাঁর টিম চেন্নাইয়ান এফসি-ও। গত বারের সেমিফাইনালিস্ট দল আইএসএল-টু-র শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। আটলেটিকো দে কলকাতার কাছে হারের পর এ বার দিল্লি ডায়নামোসের কাছেও ০-১ হারল ইলানো-মাতেরাজ্জিদের চেন্নাইয়ান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০৩:১৫
Share: Save:

আবারও ব্যর্থ ইলানো। সঙ্গে তাঁর টিম চেন্নাইয়ান এফসি-ও। গত বারের সেমিফাইনালিস্ট দল আইএসএল-টু-র শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। আটলেটিকো দে কলকাতার কাছে হারের পর এ বার দিল্লি ডায়নামোসের কাছেও ০-১ হারল ইলানো-মাতেরাজ্জিদের চেন্নাইয়ান।

পুরো ফিট নন বলে ফিকরু তেফেরাকে বৃহস্পতিবার বেঞ্চে রেখেছিলেন মাতেরাজ্জি। বলবন্ত এবং মেন্ডোজাকে সামনে রেখে ৪-৪-২ স্ট্র্যাটেজিতে টিম সাজিয়েছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ইতালীয় তারকা। উল্টো দিকে এক স্ট্রাইকার রেখে মাঝমাঠকে শক্তিশালী করেছিলেন দিল্লির ব্রাজিলীয় মগজাস্ত্র রবের্তো কার্লোস। প্রধান কারণ ছিল ইলানোকে আটকানো। পাশাপাশি মাঝমাঠ থেকে আক্রমণের ঝড় তোলা। আর এতে সাফল্যও পেল দিল্লি। এমনিতেই চেন্নাইয়ানের ডিফেন্সের ভুলে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় কার্লোসের টিম। ১-০ করতে কোনও ভুল করেননি চিকাও। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় দিল্লির। ফলে দ্বিতীয়ার্ধেও আক্রমণ জারি ছিল কার্লোসের ছেলেদের। তবে যে ভাবে গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করেছেন গাডজে-মালুদারা, তাতে জেতার পরেও চিন্তা থেকেই যাচ্ছে দিল্ল ডায়নামোসের।

গত বছরের পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ান এফসি আইএসএলের শুরুটা ভাল করতে পারেনি। কিন্তু পরে মাতেরাজ্জির টিম ক্রমশই উন্নতি করেছিল। এখন দেখার, আইএসএল-ওয়ানেরই পুনরাবৃত্তি হয় কি না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE