Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভক্তদের ধন্যবাদ দিলেন চেতেশ্বর

ধৌলাধারের কোলে এ বার সিরিজ ফয়সালার লড়াই। রাঁচী টেস্ট শেষ হওয়ার পরের দিন দুপুরেই ভারতীয় দল পৌঁছে গেল ধর্মশালায়। শনিবার থেকে এখানেই সিরিজের শেয টেস্ট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:৪৯
Share: Save:

ধৌলাধারের কোলে এ বার সিরিজ ফয়সালার লড়াই। রাঁচী টেস্ট শেষ হওয়ার পরের দিন দুপুরেই ভারতীয় দল পৌঁছে গেল ধর্মশালায়। শনিবার থেকে এখানেই সিরিজের শেয টেস্ট। আকর্ষণের কেন্দ্রে এখন চেতেশ্বর পূজারা। রাতারাতি তিনি হয়ে গিয়েছেন ভারতের নায়ক। রাঁচীতে ডাবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা হওয়া পূজারা ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। টুইট করে তিনি বলেছেন, ‘প্রত্যেককে ধন্যবাদ জানাই অনেক ভালবাসা ও সমর্থনের জন্য। দেশের জন্য ডাবল সেঞ্চুরিটা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে’।

প্রথম তিন টেস্টের সঙ্গে এ বারের পরিবেশের অনেকটাই তফাত হতে যাচ্ছে। ঠান্ডা আবহাওয়া, মেঘলা পরিবেশ মিলিয়ে মনে করা হচ্ছে এখানে পেসাররা বেশি সুবিধা পাবেন। ঠিক সেই কারণেই ভারতীয় দলের পক্ষ থেকে মহম্মদ শামিকে খেলানোর একটা চেষ্টা হচ্ছে। নতুন বলে শামি কিন্তু বাঁ-হাতি অস্ট্রেলীয় ওপেনারদের সমস্যায় ফেলে দিতে পারেন। সমস্যায় অবশ্য ওয়ার্নার এমনিতেই আছেন। বেশ কয়েক বার উইকেটে জমে গেলেও বড় রান তিনি পাননি। অস্ট্রেলীয় ওপেনার যদিও বলছেন, ‘‘আমি ছন্দেই আছি। টাইমিংটা খুব ভাল হচ্ছে। সমস্যা হল, বড় রানটা করতে পারছি না। তবে রান আসবে। খুব তাড়াতাড়িই হয়তো ছবিটা বদলে যাবে।’’ ওয়ার্নার মনে করিয়ে দিচ্ছেন, অতীতে এ রকম অবস্থায় আগেও পড়েছেন এবং সেখান থেকে বেরিয়েও এসেছেন। ‘‘আমি নিজেকে সব সময় বলি, তুমি আগেও এ রকম অবস্থায় পড়েছ। সেখান থেকে যদি বেরিয়ে আসতে পার, তা হলে এ বারও পারবে,’’ বলেছেন বিধ্বংসী অস্ট্রেলীয় ওপেনার।

ধর্মশালায় আসার আগে দিল্লিতে মঙ্গলবার অস্ট্রেলিয়া টিমের ‘রিকভারি সেশন’ হওয়ার কথা। চোট সারিয়ে ফিরে এসে রাঁচীতে ভারতের ছ’শো রানের ইনিংসে ৩৯ ওভার বল করতে হয়েছিল প্যাট কামিন্সকে। তবে জানা গিয়েছে, তিনি বা তাঁর সঙ্গীরা ফিটই আছেন।

আরও পড়ুন: পূজারা থাকা মানে একটা সেনাবাহিনী থাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cheteshwar Pujara Fan Thanks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE