Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জিদানের চোখে রোনাল্ডোই বিশ্বসেরা

লিওনেল মেসি নন। নেইমার নন। সুয়ারেজ তো ননই। বিশ্বমাতানো এমএসএন ত্রিফলা যতই একশোর উপর গোল করে থাকুক না কেন, রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কাছে এই ত্রিফলার কোনও নম্বর নেই। বরং জিদান মজে তাঁর দলের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৬
Share: Save:

লিওনেল মেসি নন। নেইমার নন। সুয়ারেজ তো ননই। বিশ্বমাতানো এমএসএন ত্রিফলা যতই একশোর উপর গোল করে থাকুক না কেন, রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কাছে এই ত্রিফলার কোনও নম্বর নেই। বরং জিদান মজে তাঁর দলের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোয়।

এক সময় বিশ্বসেরা ফুটবলারের মতে বর্তমানের সেরা ফুটবলার কে? প্রশ্নের উত্তরে একটুও দ্বিধা করেননি রিয়াল কোচ জিদান। প্রাক্তন কোচ রাফা বেনিতেজের রাস্তায় না হেঁটে আগেভাগেই জানিয়ে দিলেন, সিআর সেভেন তাঁর কাছে বিশ্বের সেরা। জিদান বলছেন, ‘‘রোনাল্ডোই বিশ্বের সেরা ফুটবলার। লোকে যা খুশি তাই বলতে পারে রোনাল্ডোকে নিয়ে। কিন্তু ও খুব ভাল একজন মানুষ। মেসি হচ্ছে ওর প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের জন্য ভাল। এটাই সবাই দেখতে চায়।’’

বেনিতেজ রিয়াল কোচ থাকার সময় শুরুতেই বলে বসেছিলেন, ‘‘রোনাল্ডো বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে এক জন।’’ যার পর তাঁকে কর্তাদের সতর্কবার্তাও শুনতে হয় যে, বেনিতেজের বলা উচিত ছিল রোনাল্ডো বিশ্বের সেরাদের মধ্যে একজন নন, রোনাল্ডোই বিশ্বসেরা।

জিদান অবশ্য কোচ হওয়ার পর থেকেই গোলে ফিরেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদও ফের নিজেদের রাজকীয় মেজাজে। তবে এক সময়ের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার নাকি কোনও দিন স্বপ্নেও ভাবেননি যে, এক দিন ডাগআউটে দাঁড়িয়ে কোনও দলের দায়িত্ব নেবেন। ‘‘কোচ হব, কোনও দিনও ভাবিনি। অবসর নেওয়ার পরে সবার ইচ্ছা থাকে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার। আমি শুধু ফুটবল খেলতে ভালবাসতাম। বাকি কিছু নিয়ে ভাবতাম না,’’ বলছেন জিদান।

রোনাল্ডো প্রসঙ্গ ছাড়া নেইমার নিয়েও মুখ খুললেন জিদান। যে ফুটবলারকে নিয়ে গুজব ছড়িয়েছে যে, তিনি হয়তো ফুটবলের ‘ক্ষমাহীন অপরাধ’টা করে ফেলতে পারেন। মানে, বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে সই করতে পারেন। হালফিলে মাঠে স্কিল প্রদর্শনের জন্য সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। বলা হয়েছে, দলের ভাবনার চেয়ে গ্যালারি শো নিয়েই বেশি মেতে থাকেন তিনি। তবে ব্রাজিলীয় মহাতারকার পাশে দাঁড়িয়েছেন জিদান। বলেছেন, ‘‘বেশি স্কিল কেউ দেখালে বিপক্ষ রেগে যাবে এটা স্বাভাবিক। কিন্তু গ্যালারির জন্য এটা ভাল, কারণ এত সুন্দর একজন ফুটবলারকে তারা দেখতে পাচ্ছে।’’

অনেক বিশেষজ্ঞ মনে করছেন, জিদানের মন্তব্য আসলে নেইমারকে সই করানোর একটা স্ট্র্যাটেজি। কারণ ইতিহাস বলছে, রিয়াল মাদ্রিদ কোনও বিপক্ষ দলের ফুটবলারের প্রশংসা করা মানে সেই ফুটবলারকে রিয়াল জার্সিতেই দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE