Advertisement
২০ এপ্রিল ২০২৪
রিয়ালে কর্তা বনাম সিআর সেভেন

দি মারিয়াকে এ বার হারাতে চলায় বিরক্ত রোনাল্ডো

রিয়াল মাদ্রিদে কর্তা বনাম সিআর সেভেন হয়তো ফের লেগে গেল! ঠিক গত মরসুমে মেসুট ওজিলকে ক্লাব ছেড়ে দেওয়ার পর রোনাল্ডো যেমন ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন রিয়াল কর্তাদের উপর, তেমনই এ বার অ্যাঞ্জেল দি মারিয়া রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন, এই খবর আজ সরকারি ভাবে প্রকাশ্য হতেই রিয়ালের মুখ রোনাল্ডো নেমে পড়েছেন তাঁর স্প্যানিশ ক্লাবে আর্জেন্তিনীয় সতীর্থকে রেখে দিতে।

আজ সুপার কাপে খেলতে দেখা যাবে দি মারিয়া-রোনাল্ডো জুটি। রিয়ালে হয়তো শেষ বারের মতো।

আজ সুপার কাপে খেলতে দেখা যাবে দি মারিয়া-রোনাল্ডো জুটি। রিয়ালে হয়তো শেষ বারের মতো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০৩:০৭
Share: Save:

রিয়াল মাদ্রিদে কর্তা বনাম সিআর সেভেন হয়তো ফের লেগে গেল!

ঠিক গত মরসুমে মেসুট ওজিলকে ক্লাব ছেড়ে দেওয়ার পর রোনাল্ডো যেমন ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন রিয়াল কর্তাদের উপর, তেমনই এ বার অ্যাঞ্জেল দি মারিয়া রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন, এই খবর আজ সরকারি ভাবে প্রকাশ্য হতেই রিয়ালের মুখ রোনাল্ডো নেমে পড়েছেন তাঁর স্প্যানিশ ক্লাবে আর্জেন্তিনীয় সতীর্থকে রেখে দিতে।

গতবার ওজিল রিয়াল ছাড়ছেন শুনে রোনাল্ডো বলে দিয়েছিলেন, “আমার গোলের প্রচুর ফাইনাল পাস পেয়েছি ওজিলের থেকে।” আর এ বার রিয়াল সূত্রের খবর, ক্লাব প্রেসিডেন্টের কাছে পর্যন্ত রোনাল্ডো লিখিত আবেদন করেছেন, দি মারিয়াকে রেখে দেওয়ার জন্য। সেই চিঠিতে নাকি রোনাল্ডোর অনেক সতীর্থেরও সই আছে। যদিও গত মরসুম শেষে দেখা গিয়েছে ওজিলকে ছেড়ে দিয়ে রিয়াল কর্তারা তেমন কিছু ভুল করেননি। ওজিলের জার্মানি বিশ্বকাপ জিততে পারে, কিন্তু রিয়ালও চ্যাম্পিয়ন্স লিগ পেয়েছে। যার ফাইনালে শেষ গোলটা আবার কিনা রোনাল্ডোরই! ওজিলকে হারানো ‘শোকগ্রস্ত’ রোনাল্ডোর!

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি সরকারি ভাবে জানান, দি মারিয়া ক্লাব ছাড়ার আবেদন জানিয়েছেন। “দি মারিয়া বলেছে ও ক্লাব ছাড়তে চায়। আশা করছি দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে ও কোনও একটা ভাল ক্লাব পাবে,” বলেন আন্সেলোত্তি। কোচের এই উক্তির পরেই রিয়াল শিবিরে আশঙ্কার আবহাওয়া। রোনাল্ডো থেকে র্যামোস, দলের মধ্যমণিদের একটাই আবেদন, দি মারিয়া যেন বের্নাবাওতেই থাকে। কেউ সরাসরি মুখে কিছু না বললেও, ক্লাব সূত্রের খবর, রিয়াল প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজের কাছে ব্যক্তিগত ভাবে আবেদন জানিয়েছেন সিআর সেভেন। যে তালিকায় ছিলেন র্যামোসও। ইউরোপিয়ান দলবদলের বাজারে জল্পনা, দি মারিয়াকে সই করতে বড় চুক্তির প্রস্তাব দিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এমনকী তাঁর এজেন্টের সঙ্গেও লুই ফান গলের কথা হয়েছে যে ‘এল ফিদেও’-কে কেন্দ্র করেই দল গড়া হবে। আর রদ্রিগেজ, বেলের মতো ফুটবলার থাকায় রিয়ালে নিয়মিত সুযোগ পাবেন কি না রিয়াল দলে সেই ব্যাপারেও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে দি মারিয়ার। যে কারণে দি মারিয়া চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব ক্লাব ছেড়ে দিতে। যে বিতর্ক উস্কে শুক্রবার সুপার কাপের দ্বিতীয় পর্বের আগে আটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলে দিলেন, “রিয়াল মাদ্রিদের দলটা খুবই ভাল। কিন্তু ওদের সেরা ফুটবলার বেল বা রোনাল্ডো নয়। অ্যাঞ্জেল দি মারিয়া। বছরের পর বছর ধারাবাহিক ভাবে খেলেছে ও। পরের ম্যাচে দি মারিয়া প্রথম দলে না থাকলে খুব ভালই হবে আমাদের দলের জন্য।”

চোট থেকে পুরো ফিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকের ম্যাচে প্রথম দলে থাকছেন। আছেন গ্যারেথ বেলও। কিন্তু রিয়াল ফুটবলারদের মধ্যে এখন দ্বিতীয় পর্বে জিতে স্প্যানিশ সুপার কাপ খেতাব যেন আসল লক্ষ্য নয়। বরং তার চেয়েও বেশি লক্ষ্য, দলের অন্যতম অস্ত্র অ্যাঞ্জেল দি মারিয়াকে ক্লাবে রেখে দেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE