Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports

কুক-হামিদের পাল্টা মারে রাজকোটে অ্যাডভান্টেজ ইংল্যান্ড

ভরসা ছিল বিরাট আর রাহানের ব্যাটে। তাঁরা তেমন কিছু না করতে পারলেও ভরসা দিল ভারতের লোয়ার মিডল অর্ডার। বা আরও ভাল ভাবে বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহা। তাঁদের ব্যাটেই মূলত ভর করে ৪৮৮ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। ৭০ রান করলেন রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাট হাতে ফের সফল অশ্বিন। ছবি: রয়টার্স।

ব্যাট হাতে ফের সফল অশ্বিন। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১৪:১৯
Share: Save:

ভরসা ছিল বিরাট আর রাহানের ব্যাটে। তাঁরা তেমন কিছু না করতে পারলেও ভরসা দিল ভারতের লোয়ার মিডল অর্ডার। বা আরও ভাল ভাবে বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহা। তাঁদের ব্যাটেই মূলত ভর করে ৪৮৮ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। ৭০ রান করলেন রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের ব্যাট ভারতকে মোটামুটি সেফ জোনে পৌঁছে দিলেও দিনের শুরুটা কিন্তু লেখা থাকল বিরাট কোহালির নামে। ৪০ রানে যখন ক্রিজে নিশ্চিন্ত দেখাচ্ছে ভারত অধিনায়ককে, তখনই আদিল রশিদের একটি সাধারণ শর্ট বল পুল করতে গিয়ে উইকেটে পা লাগিয়ে ফেলেন বিরাট। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন হিট উইকেট আউট হওয়া প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইতিহাসে ঢুকে পড়েছেন তিনি।

কোহালি যখন আউট হলেন, ভারত তখন ৩৬১ রানে ছ’উইকেট হারিয়ে একটু চাপে। চাপমুক্ত করার দায়িত্ব নিল অশ্বিন-ঋদ্ধির ব্যাট। সপ্তম উইকেটে ৬৪ রান যোগ করলেন তাঁরা। বাংলার কিপারের ৩৫ রানের ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কা। ঋদ্ধি আউট হলেও অশ্বিনকে নড়ানো যায়নি। ৭০ রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন তিনি।

প্রথম ইনিংসে ৪৯ রানে পিছিয়ে ছিল ভারত। ভরসা ছিল অশ্বিন-জাডেজা-মিশ্র ম্যাজিকের উপর। কিন্তু সেই ম্যাজিক স্রেফ উড়ে গেল কুক-হামিদের পাল্টামারে। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন হামিদ। কুকও এগোচ্ছেন সেই পথেই। দিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ১১৪। এখনই এগিয়ে ১৬৩ রানে।

আরও পড়ুন:
সংহার-সাহসের যুগলবন্দিতে ইংল্যান্ডকে পাল্টা জবাব ভারতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

First Test Ravichandran Ashwin Wriddhiman Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE