Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুরনো নিয়মে ফিরছে ফেডারেশন কাপ

এক বছরেই মোহভঙ্গ হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে। যার সুবাদে ফের পুরনো নিয়মে ফিরছে ফেড কাপ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৯
Share: Save:

এক বছরেই মোহভঙ্গ হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে। যার সুবাদে ফের পুরনো নিয়মে ফিরছে ফেড কাপ।

বৃহস্পতিবার ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির প্রধান অনিল কামাথের কথায় সে রকমই ইঙ্গিত। তিনি বলেন, ‘‘গত বছর হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে ফেড কাপ কাপ করতে বেশি সময় গিয়েছে। সেটা বাঁচানোর জন্যই আগের মতো দেশের কোনও একটি শহরে এই নকআউট টুর্নামেন্ট আয়োজন করার কথা আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই এ সিদ্ধান্তে সিলমোহর পড়বে।’’

ফেডারেশন সূত্রে খবর, শিলং, বেঙ্গালুরু, গুয়াহাটি-সহ বেশ কিছু শহরকে আয়োজক হিসেবে ভেবে রেখেছেন ফেডারেশন কর্তারা। কারণ, কলকাতা, মুম্বই, দিল্লি, গোয়ার স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য কাজ চলছে। তবে বেঙ্গালুরুতে অনুশীলনের জন্য মাঠের অভাব। ফলে একই শহরে দশটি টিম থাকলে সমস্যা তৈরি হবে। গুয়াহাটিতেও শহরের কোনও টিম না থাকায় স্থানীয় দর্শকের আগ্রহ নাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে ফেড কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে শিলং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Federation Cup Knockout Format
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE