Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ওয়ান ডে সিরিজের আগে শাস্ত্রীর ভূমিকা নিয়ে ধোঁয়াশা

‘বস’ ফ্লেচার থেকে যাচ্ছেন বিশ্বকাপেও, ঘোষণা ধোনির

ডানকান ফ্লেচারের ক্ষমতা মোটেও খর্ব হয়নি। এতটুকুও নয়। রবি শাস্ত্রী এসেছেন ঠিকই, টিমের ভাল দেখবেনও, কিন্তু ভারতীয় দলে এই মুহূর্তে একজনই ‘বস’ ডানকান ফ্লেচার! এবং মিডিয়া যতই গালিগালাজ করুক সাহেব কোচের ভূমিকা নিয়ে, বোর্ড যতই তাঁর মাথার উপর শাস্ত্রীকে বসিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করুক, আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত কোচ ডানকান ফ্লেচারই থাকছেন।

সংবাদ সংস্থা
ব্রিস্টল শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০৩:১০
Share: Save:

ডানকান ফ্লেচারের ক্ষমতা মোটেও খর্ব হয়নি। এতটুকুও নয়। রবি শাস্ত্রী এসেছেন ঠিকই, টিমের ভাল দেখবেনও, কিন্তু ভারতীয় দলে এই মুহূর্তে একজনই ‘বস’ ডানকান ফ্লেচার! এবং মিডিয়া যতই গালিগালাজ করুক সাহেব কোচের ভূমিকা নিয়ে, বোর্ড যতই তাঁর মাথার উপর শাস্ত্রীকে বসিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করুক, আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত কোচ ডানকান ফ্লেচারই থাকছেন।

বোর্ডের কোনও মুখ্য কর্তা নন। ফ্লেচারের পরিবারবর্গেরও কেউ নন। বক্তার নাম মহেন্দ্র সিংহ ধোনি! যিনি ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ফ্লেচার-বিরোধীদের তীব্র ঝাঁকুনি দিয়ে রাখলেন।

অ্যালিস্টার কুকদের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রী হারের পর ফ্লেচার-হঠাও আওয়াজ উঠতে শুরু করেছিল চার দিকে। বোর্ডও তড়িঘড়ি সিরিজের মাঝপথেই ফ্লেচারের দুই বিশ্বস্ত যোদ্ধা জো ডস এবং ট্রেভর পেনিকে ‘বিশ্রামে’ পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেয়। ফ্লেচারের মাথার উপর বসিয়ে দেওয়া হয় রবি শাস্ত্রীকে, টিম ডিরেক্টর হিসেবে। কোনও কোনও বোর্ড কর্তা এও বলতে শুরু করেন যে, বিশ্বকাপ তো দূরের ব্যাপার। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি ফ্লেচারকে ভারতীয় ড্রেসিংরুমে দেখা যায়, সেটাই খুব আশ্চর্যের ব্যাপার হবে। কিন্তু তার আগে বোর্ডের একাংশ সহ ফ্লেচার-বিরোধীদের স্বয়ং ভারত অধিনায়ক আশ্চর্য করে দেবেন, কে জানত।

“উনিই বিশ্বকাপে আমাদের কোচ থাকছেন। আর হ্যাঁ, ডানকান ফ্লেচারই আমাদের টিমের বস,” রবিবার সাংবাদিক সম্মেলনে বলে দেন ধোনি। তাঁর আরও সংযোজন, “সব কিছু দেখার কাজটা রবি শাস্ত্রী করবেন ঠিকই, কিন্তু ফ্লেচারই বস। আর ওঁর ক্ষমতা বা ওঁর জায়গা কোনও কিছুই নষ্ট হয়নি। যা আগে ছিল, এখনও তাই আছে। আমি জানি না আপনাদের বাইরে থেকে কী মনে হচ্ছে, কিন্তু ভিতরের ব্যাপারটা একদম পাল্টায়নি। নতুন কিছু সাপোর্ট স্টাফ এসেছেন। কিন্তু ব্যাপারস্যাপারগুলো একই রকম আছে।”

দায়িত্ব নেওয়ার পর শাস্ত্রী বলেছিলেন যে, ফ্লেচার-সহ সাপোর্ট স্টাফ তাঁর কাছে রিপোর্ট জমা করবেন, এমনটাই তিনি জানেন। ফ্লেচারই যদি ‘বস’ থাকেন, তা হলে শাস্ত্রী কী করবেন? “উনি কী হচ্ছে না হচ্ছে, সেটা বাইরে থেকে দেখবেন। ওঁর কী মনে হচ্ছে না হচ্ছে, সেগুলো বলবেন। শাস্ত্রীকে পেয়ে ভালই হল। উনি এমন এক জন, যিনি দেশের হয়ে কিছু করতে গর্ববোধ করেন। উনি লড়াকু স্বভাবের। পজিটিভ থাকেন সব সময়। তা ছাড়া ওঁর আর আমাদের ভাষা এক। সাপোর্ট স্টাফ যাঁরা নতুন এসেছেন, তাঁদেরও। এতে আমাদের সুবিধে হল।” কিন্তু সিরিজের মাঝপথে যে ভাবে পেনি আর ডসকে সরানো হল, সেটা কি সঠিক সিদ্ধান্ত? এ বার ধোনির উত্তর, “ট্রেভর আর জো-র পক্ষে ব্যাপারটা কঠিন হল বুঝতে পারছি। ফিল্ডাররা ক্যাচ ফেলল আর ফিল্ডিং কোচকে সিরিজ মিস করতে হচ্ছে। যাই হোক নতুন যাঁরা এসেছেন, তাঁরাও এখন আমাদের পরিবারের অংশ।”

ধোনি যতই ফ্লেচারের সমর্থনে দাঁড়িয়ে পড়ুন, তাঁর নিজের দিকে গোলাগুলি উড়ে আসা কিন্তু থামছে না। ইয়ান চ্যাপেল যেমন আবার নেমে পড়েছেন। বলেছেন, ধোনি হলেন ‘সিরিয়াল অফেন্ডার।’ একই ভুল বারবার করে চলেছেন এবং টিমও ডুবছে। “হারের মধ্যে কোনও লজ্জা নেই। সেটা ক্রিকেটের একটা অঙ্গ। কিন্তু একই ভুল বারবার করে যাওয়াটা লজ্জাজনক। আর ভারতের এ রকম বিপর্যয়ের পিছনে ধোনিকে তো সিরিয়াল অফেন্ডার বলব। ও নিজে যে দোষী সেটা ক্রমাগত বুঝিয়ে চলেছে। শেষ তিনটে টেস্টে ওর অধিনায়কত্ব টিমকে উদ্বুদ্ধই করতে পারেনি,” কড়া ভাবে বলে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE