Advertisement
E-Paper

অনুশীলন ম্যাচে বল হাতে প্রমাণ করতে ব্যর্থ ভারত ‘এ’

প্রথমদিন অস্ট্রেলিয়া ইনিংস শেষ করেছিল ৩২৭/৫এ। সঙ্গে ছিল জোড়া সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় দিন ৪৬৯/৭এই ইনিংস ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। হাতে রয়েছে আর একটা দিন। জবাবে ব্যাট করতে এসে ১৭৬/৪এ দিন শেষ করেছে ভারত ‘এ’ দল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৯
ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: এপি।

ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: এপি।

প্রথমদিন অস্ট্রেলিয়া ইনিংস শেষ করেছিল ৩২৭/৫এ। সঙ্গে ছিল জোড়া সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় দিন ৪৬৯/৭এই ইনিংস ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। হাতে রয়েছে আর একটা দিন। জবাবে ব্যাট করতে এসে ১৭৬/৪এ দিন শেষ করেছে ভারত ‘এ’ দল।

টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান হার্দিক পাণ্ড্য। প্রথমে ব্যাট করে সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ ও শ্যন মার্শ। দু’জনেই প্যাভেলিয়নে ফেরেন চোট পেয়ে। মিশেল মার্শের ৭৫ ও ম্যাথু ওয়েডের ৬৪ রানের সুবাদে দ্বিতীয় দিন ভারতের সামনে ৪৭০ রানের লক্ষ্যমাত্রা রেখে ক্রিজ ছাড়েন স্মিথরা। ভারতীয় বোলিং অস্ট্রেলিয়াকে কোনওভাবেই বেগ দিতে পারেনি। ভারতের হয়ে জোড়া উইকেট নেন নভদীপ সাইনি। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য, শহবাজ নাদিম ও অখিল হারওয়াদকরের। জবাবে ব্যাট করতে নেমে ৫১ ওভার ব্যাট করে ১৭৬/৪ থামে ভারত।

আরও খবর: কুঁড়েঘর থেকে কোটি টাকার বাড়ি, আইপিএল বদলে দিয়েছে জীবন

ব্যাট করতে নেমে ওপেনার অখিল হারওয়াদকর চার রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার প্রিয়াঙ্ক পঞ্চাল ৩৬ রান করে ভরসা দেয় ভারতের ইনিংসকে। তাঁকে যোগ্য সঙ্গত শ্রেয়াস আয়ারের। তিন নম্বরে ব্যাট করতে এসে ৮৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অঙ্কিত বাওয়ানে ২৫ ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য মাত্র ১৯ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এই মুহূর্তে শ্রেয়াস আয়ারের সঙ্গে ক্রিজে রয়েছেন ঝশভ পন্থ। ইংল্যান্ডের হয়ে দুটো করে উইকেট নেন জ্যাকসন বার্ড ও নাথান লিও। হাতে রয়েছে আর মাত্র একদিন। ভারতের হয়ে ব্যাট করার জন্য রয়েছেন ইশান কিষান, কৃষ্ণাপ্পা গোথাম, অশোক দিন্দা, শাহবাজ নাদিমরা। প্রথম ইনিংসে ইন্ডিয়া ‘এ’ ২৯৩ রানে পিছিয়ে। হাতে রয়েছে ছয় উইকেট।

India A Australia Hardik Pandya Steven Smith
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy