Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রস্তুতি ম্যাচেও রান পেলেন না বিরাট

রান-খরা কাটল না বিরাট কোহলির। ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দ্বিতীয় ম্যাচের প্রথম দিন মাত্র ১৬ করলেন ভারতের টেস্ট অধিনায়ক। টস জিতে চিপকে এ দিন আগে ব্যাট করতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু ৬৮.৫ ওভারে মাত্র ১৩৫ রানে বিপক্ষকে শেষ করে দেয় অস্ট্রেলিয়া। যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকা বিরাটের ইনিংস সবচেয়ে হতাশাজনক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘণ্টাখানেকের ইনিংসে নাকি খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০৪:০৫
Share: Save:

রান-খরা কাটল না বিরাট কোহলির। ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দ্বিতীয় ম্যাচের প্রথম দিন মাত্র ১৬ করলেন ভারতের টেস্ট অধিনায়ক।
টস জিতে চিপকে এ দিন আগে ব্যাট করতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু ৬৮.৫ ওভারে মাত্র ১৩৫ রানে বিপক্ষকে শেষ করে দেয় অস্ট্রেলিয়া। যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকা বিরাটের ইনিংস সবচেয়ে হতাশাজনক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘণ্টাখানেকের ইনিংসে নাকি খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। ৪২ বলের ইনিংসে রয়েছে খেলে একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। যে তরুণ অস্ট্রেলীয় অলরাউন্ডার কোহলির উইকেট নিতে সবচেয়ে উত্তেজিত ছিলেন, সেই বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার তাঁকে লেগ বিফোর আউট করলেন। সোজাসুজি আসা তাঁর আর্ম বলের মোকাবিলা করতে পারেননি কোহলি।
বিরাট ছাড়া ব্যর্থ অভিনব মুকুন্দ (১৫), পূজারা (১১), শ্রেয়স আইয়ার (১)। সর্বোচ্চ স্কোর করুণ নায়ারের হাফসেঞ্চুরি (৫০)। যিনি ম্যাচের পর বলেন, ‘‘বিরাটের সঙ্গে আরও বেশিক্ষণ ব্যাট করার ইচ্ছে ছিল।’’ ব্যাটিং-ধসের জন্য তিনি দোষ দিচ্ছেল চিপকের লো, স্লো পিচকে। যে পিচে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৪৩-০। ডান-হাতি মিডিয়াম পেসার গুরিন্দর সাধু (৩-২৫) অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE